বিলাসবহুল গাড়ির চাহিদা তুঙ্গে, বছরের প্রথম তিন মাসে Audi-র বিক্রি ভারতে 126% বাড়ল
জার্মান অটোমোবাইল ব্র্যান্ড অডি (Audi)-র ভারতীয় শাখা এদেশে ২০২৩-এর প্রথম ত্রৈমাসিকে গাড়ি বিক্রির পরিসংখ্যান প্রকাশ করল। যেখানে দেখা গেছে সংস্থাটি এ বছরের প্রথম তিন মাসে মোট ১,৯৫০ ইউনিট বিলাসবহুল গাড়ি বিক্রি করেছে। আগের বছরের প্রথম তিন মাসের তুলনায় বিক্রিবাটা ১২৬% বাড়তে দেখেছে লাক্সারি গাড়ি নির্মাণকারী সংস্থাটি।
এই প্রসঙ্গে অডি ইন্ডিয়ার কর্মকর্তা বলবীর সিং ধিলন বলেন, বর্তমানে তাঁদের লাইনআপে রয়েছে ১৬টি মডেল। তিনি দাবি করেন, বর্তমানে তাদের এসইউভি পোর্টফোলিওটি সর্বাধিক শক্তিশালী। ২০২৩ এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিক্রিত গাড়ির ৬০ শতাংশ এসইউভি মডেল। সমগ্র দেশেই নতুন লঞ্চ হওয়া Audi Q3 ও Audi Q3 Sportsback-এর চাহিদা চোখে পড়ার মতোই।
অডি ইন্ডিয়া বর্তমানে সেগমেন্টের প্রথম উদ্যোগ হিসাবে সীমাহীন মাইলেজের সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি কভারেজ অফার করছে। উপরন্তু, ব্র্যান্ডটি অডি ক্লাব রিওয়ার্ড প্রোগ্রামের আওতায় বিদ্যমান গ্রাহকদের বিভিন্ন সুবিধা দেওয়ার কথা জানিয়েছে।
প্রসঙ্গত, অডির ভারতীয় শাখার ঝুলিতে বর্তমানে রয়েছে – Audi A4, Audi A6, Audi A8 L, Audi Q3, Audi Q3 Sportback, Audi Q5, Audi Q7, Audi Q8, Audi S5 Sportback, Audi RS5 Sportback, Audi RS Q8, Audi e-tron 50, Audi etron 55, Audi e-tron Sportback 55, Audi e-tron GT এবং Audi RS e-tron GT।