2025-এ একঝাঁক ইলেকট্রিক মডেল আনবে Bajaj, বৈদ্যুতিক বাইকও কি আগামী বছরে?

আরও ইলেকট্রিক স্কুটার আনা হবে আগামী বছর। তবে ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে আপাতত কোনও পরিকল্পনা নেই, জানাল বাজাজ অটো।

Update: 2024-12-24 08:45 GMT

ইলেকট্রিক স্কুটার নিয়ে Bajaj Auto-এর লক্ষ্যমাত্রা যে অনেক বড় তা প্রমাণ হল। সম্প্রতি কোম্পানির তরফে আগামী বছর আরও ইলেকট্রিক স্কুটার আনার ঘোষণা করা হয়েছে। যদিও ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে আপাতত কোনও পরিকল্পনা নেই তাদের। 2019 সালে জনপ্রিয় Chetak স্কুটারের ভোল পাল্টে বাজারে নতুন রূপে হাজির করে বাজাজ।

ইলেকট্রিক স্কুটার হিসাবে Chetak এখন কোম্পানির অন্যতম সেরা মডেল হয়ে উঠেছে। বর্তমানে এই স্কুটারের একাধিক ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে দেশে। পুরনো চেতকের লুক কিছুটা এক রেখে তার উপর আধুনিকরণ নজর কেড়েছে বহু মানুষের। সময়ের সঙ্গে স্কুটারের আপডেট সংস্করণ প্রকাশ করছে বাজাজ।

গত সপ্তাহে নতুন Bajaj Chetak 35 সিরিজ উন্মোচন করে কোম্পানি। এই স্কুটার প্রসঙ্গে বাজাজ অটোর নির্বাহী পরিচালক রাকেশ শর্মা বলেন, আগামী অর্থবর্ষে আরও ইভি প্ল্যাটফর্ম চালু করা হবে। এর মানে হল 2025 সালে আরও বেশ কয়েকটি মডেল আনতে চলেছে বাজাজ। যদিও তার নাম ও বাকি তথ্য সম্পর্কে কিছু জানাননি তিনি।

প্রসঙ্গত, 2022 সালের এপ্রিলে ইভি টু-হুইলার বাজারের 2.3 শতাংশ দখল ছিল কোম্পানির। 2024 সালের নভেম্বরে যা বৃদ্ধি পেয়ে 24.7 শতাংশে পৌঁছেছে। দেশের সবথেকে বেশি বিক্রিত ইলেকট্রিক টু হুইলারে ব্র্যান্ডে পরিণত হয়েছে বাজাজ। 2023 সালে 1 লাখ ইভি উৎপাদনের মাইলস্টোন স্পর্শ করেছে কোম্পানি। এই বছরের শুরুতে 3 লাখের মাইলফলক ছুঁয়ে ফেলে বাজাজ। অবাক করা বিষয় হল, Amazon এবং Flipkart-এ সর্বাধিক বিক্রিত ইলেকট্রিক টু-হুইলার হয়ে উঠেছে চেতক।

বর্তমানে সারা দেশে 200টির বেশি এক্সপেরিয়েন্স সেন্টার ও 43টি রিটেল স্টোর রয়েছে বাজাজের। ইতিমধ্যে 3800 টিরও বেশি কর্মশালায় ইভি পরিষেবা নেটওয়ার্ক প্রসারিত করা হয়েছে। যেখানে নিযুক্ত রয়েছেন 4500 জনের বেশি বিশেষজ্ঞ। এই কর্মশালায় প্রত্যেক ব্যক্তিকে 8 দিনের জন্য প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানিয়েছে বাজাজ অটো।

Tags:    

Similar News