ধোনির নামে গাড়ি! ক্যাপ্টেন কুলকে স্যালুট জানিয়ে আসছে Citroen C3 Dhoni Edition
সিট্রোয়েন ইন্ডিয়া (Citroen India) ভারতে ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন উদ্যমে কোমর বেঁধেছে। গত মাসে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি'কে (MS Dhoni) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে এই ফরাসি কোম্পানি। এর রেশ কাটতে না কাটতেই ক্যাপ্টেন কুলের সম্মানার্থে Dhoni Edition-এর C3 ও C3 Aircross লঞ্চের পরিকল্পনা করছে সিট্রোয়েন।
স্পেশাল এডিশন গাড়ি দুটিতে থাকছে এক্সক্লুসিভ ডেকাল এবং ক্যাপ্টেন কুলের থেকে অনুপ্রাণিত অ্যাক্সেসরিজ। ধোনির অসংখ্য অনুরাগীদের লক্ষ্য করেই Citroen C3 ও C3 Aircross Dhoni Edition-এর ডিজাইন করা হয়েছে। সিট্রোয়েন ইন্ডিয়া বলেছে, ধোনি স্পেশাল এডিশনের Citroen C3 ও C3 Aircross-এ ব্র্যান্ডের নিজস্ব ঘরানা এবং ‘ক্রিকেট তারকার’ স্টাইল ফুটিয়া তোলা হবে।
ক্রেতাদের আকৃষ্ট করতেই এমন অনন্য অফার নিয়ে আসতে চলেছে কোম্পানি। চলতি T20 World Cup 2024-এর মুহূর্তে ধোনির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে গাড়ির বিক্রি বাড়াতেই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কোম্পানির ব্র্যান্ড ডাইরেক্টর শিশির মিশ্র বলেছেন, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মহেন্দ্র সিং ধোনি’র মাধ্যমে আমাদের বার্তা গোটা দেশবাসীর কাছে পৌঁছে যাবে বলে আমরা আত্মবিশ্বাসী।
Citroen C3 ও C3 Aircross Dhoni Edition: ইঞ্জিন স্পেসিফিকেশন
Citroen C3 ও C3 Aircross Dhoni Edition স্ট্যান্ডার্ড মডেলের ইঞ্জিনের সঙ্গে আসবে। এটি ১.২ লিটার টার্বো পেট্রোল এবং ১.২ লিটার সাধারণ পেট্রোল ইঞ্জিন অপশনে বেছে নেওয়া যাবে। উভয় মডেলেই উপস্থিত একটি ১০.২ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ORVM, ম্যানুয়াল এয়ার কন্ডিশন, ডুয়েল ফ্রন্ট এয়ার ব্যাগ, ইবিডি সহ এবিএস, ইএসপি, হিল হোল্ড অ্যাসিস্ট, টিপিএমএস এবং একটি রিয়ার ভিউ ক্যামেরা। স্ট্যান্ডার্ড মডেলের ফেকে আসন্ন গাড়ি দু'টির দাম বেশি পড়বে। তবে লঞ্চের দিনক্ষণ সম্পর্কে মুখ খোলেনি কোম্পানি।