Kalki 2898 AD: গাড়ির জগতেও প্রভাসের কল্কি'র প্রভাব, ছবি মুক্তির আগেই লঞ্চ হল স্পেশাল ই-সাইকেল
আগামীকাল, ভারতের চলচ্চিত্র জগতে ঝড়ের পূর্বাভাস দিয়ে মুক্তি পেতে চলেছে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা প্রভাস অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD)। ট্রেলার থেকে জানা গেছে, কলিযুগের অবসান ঘটানোর চিত্রপট ফুটিয়ে তোলা হয়েছে গোটা সিনেমায়। হিন্দুধর্ম অনুসারে বিষ্ণুর দশম অবতার কল্কি কলিযুগের অবসান ঘটাবেন। পাশাপাশি তিনি নতুন সত্যযুগের আগমন-বার্তাবাহী দূত। বহু আলোচিত এই ছবির নির্মাতাদের সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় ইভি টু-হুইলার স্টার্টআপ ইমোটোরাড (EMotorad) একটি স্পেশাল এডিশন ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে। যার নাম EMotorad Kalki Limited Edition Doodle। নাম শুনেই বোঝা যাচ্ছে, সীমিত সংখ্যায় মিলবে এটি।
EMotorad Kalki Limited Edition ই-সাইকেল লঞ্চ হল
এই ফোল্ডেবল বাইসাইকেলের আগাগোড়া কল্কি ২৮৯৮ এডি সিনেমার থিম ফুটিয়ে তোলা হয়েছে। অ্যাডভেঞ্চারের সাথে এতে পরিলক্ষিত হয়েছে ফিউচারিস্টিক স্টাইল। অনন্য গ্রাফিক্স যুক্ত স্পেশাল এডিশনের EMotorad Kalki Doodle ই-বাইকটি Doodle V3 মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। সবচেয়ে আকর্ষণের বিষয়, এটি ফোল্ডেবল অর্থাৎ ভাঁজ করে রাখা যাবে। দাম রাখা হয়েছে ৫৫,৯৯৯ টাকা এবং ২,৮৯৮ টাকার বিনিময়ে অগ্রিম বুকিং করা যাচ্ছে। আগাম বুকিংয়ের এই অর্থের অঙ্ক সিনেমার নামানুসারে ধার্য করা হয়েছে।
এক্সক্লুসিভ ডিজাইনের সাথেই EMotorad Kalki Doodle-এ রয়েছে একটি ফোল্ডেবল ফ্রেম। শহুরে রাস্তায় চলাচলের উপযুক্ত এই ব্যাটারি সাইকেলটি ভাঁজ করে যে কোন জায়গায় নিয়ে যাওয়া যাবে। এতে দেওয়া হয়েছে মোটা টায়ার, যা স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি আরাম প্রদানের ক্ষেত্রে সহায়তা করবে।
EMotorad Kalki Doodle-এর ইলেকট্রিক মোটরটি প্রতি ঘন্টায় ২৫ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে পারবে। আবার ফুল চার্জে এটি ৬০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। আকারে ছোট হলেও দুর্দান্ত এই বাইসাইকেলে পাঁচটি রাইডিং মোড অফার করা হয়েছে। যার মধ্যে রয়েছে প্যাডেল অ্যাসিস্ট, অ্যাক্সেলারেট ওয়াক এবং প্যাডাল মোড।