বায়ু দূষণ কমাতে বড় পদক্ষেপ, আগামী দুই বছরে 10,000 বৈদ্যুতিক স্কুটার রাস্তায় নামাবে Bounce
বৈদ্যুতিক টু-হুইলার ভাড়া দেওয়ার পরিষেবার জন্য পরিচিত বাউন্স শেয়ার (Bounce Share) আগামী দু'বছরের মধ্যে ১০,০০০ ব্যাটারি চালিত স্কুটার রাস্তায় নামানোর পরিকল্পনা করছে। লজিস্টিক স্টার্টআপ হাউদি (Howdyy)-র সাথে যৌথভাবে এই উদ্যোগ চালু করতে চলেছে সংস্থাটি। এই প্রেক্ষিতে উভয় সংস্থা গাঁটছড়া বেঁধেছে। এই ই-স্কুটারগুলি বেঙ্গালুরু, মুম্বাই, পুণে, চেন্নাই এবং হায়দ্রাবাদের রাস্তায় মোতায়েন করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বেঙ্গালুরুর সংস্থা হাউদি মিড ও লাস্ট মাইল ডেলিভারি সংস্থাগুলিকে বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করে। ২০২০ থেকে এই কাজে নেমেছে সংস্থাটি। এই প্রসঙ্গে হাউদির প্রতিষ্ঠাতা এবং সিইও আশীর্বাদ দেশমুখ বলেন, “আমরা বাউন্সের সাথে গাঁটছড়া বাঁধতে পেরে রোমাঞ্চিত। বাজারে তাদের বৃহত্তর উপস্থিতি আমাদের কমপক্ষে পাঁচটি শহরের লাস্ট মাইল ডেলিভারি সংস্থাগুলিকে পরিষেবা দিতে সাহায্য করবে।” দেশমুখ জানিয়েছেন ভবিষ্যতে তারা এরকম আরও একাধিক সংস্থার সাথে জোটবদ্ধ হতে চান।
উল্লেখ্য, দেশের অন্যতম ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা বাউন্স (Bounce)-এর বৈদ্যুতিক যানবাহন ভাড়া দেওয়া র শাখা সংস্থার নাষ হল বাউন্স শেয়ার। যেখানে Falcon Edge, Sequoia Capital, Accel, B-CAP এবং Qualcomm-এর মতো আন্তর্জাতিক লগ্নিকারী সংস্থাগুলি বিনিয়োগ করেছে। বেঙ্গালুরুর বাউন্স এদেশে প্রথম তাদের ব্যাটারি সোয়াপিং পরিষেবা যুক্ত Infinity E1 ই-স্কুটার লঞ্চ করেছিল। এপ্রিল থেকে স্কুটারটির ডেলিভারি দেওয়া শুরু করেছে সংস্থা।
হাউদির সাথে জোটবদ্ধ হওয়ার প্রসঙ্গে বাউন্সের সহ-প্রতিষ্ঠাতা এবং সিওও অনিল জি বলেন, “যে হারে জ্বালানি তেলের দাম ও কার্বন নি:সরণের বেড়ে চলেছে, তাতে লজিস্টিক সংস্থাগুলির জন্য পরিবেশবান্ধব যানবাহনে দৃষ্টি নিক্ষেপ করার এটি হল মোক্ষম সময়।” ফলে এই জোট বাউন্সকে একধাপ এগিয়ে দিয়েছে বলে মত প্রকাশ করেন অনিল।