ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড Eveium ভারতে 250 কোটি টাকা লগ্নি করবে, এক বছরে 100 শোরুম
এ বছর জুলাইয়ে দুবাইয়ের মেটাফোর (META4) গোষ্ঠীর শাখা এলিসিয়াম অটোমেটিভ (Ellysium Automotives) ভারতে তাদের ইভিয়াম (Eveium) ব্র্যান্ডের আওতায় নয়া স্কুটার লঞ্চ করেছে। হালে এদেশে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা বাড়তে দেখে নতুন শোরুম উদ্বোধনের পালা চালিয়ে যাচ্ছে হরেক কোম্পানি। তেমনই এবারে ইভিয়াম-ও সেই পথে অগ্রসর হওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করল। তারা জানিয়েছে ২০২৩-এর মধ্যে ভারতে ১০০টি শোরুম খুলতে চলেছে তারা।
ইভিয়াম তেলেঙ্গানাতে ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরির জন্য ২৫০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথা আগেই জানিয়েছে। সংস্থাটি দাবি করেছে, ইতিমধ্যেই তারা তাদের ১১টি ডিলারশিপ থেকে ১০০০-এর বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়েছে। যেগুলি ভারতের মাটিতেই নির্মিত। বর্তমানে সংস্থাটি ভারতে তিনটি মডেলের ইলেকট্রিক স্কুটার বিক্রি করে। যেগুলি হল Cosmo, Comet ও Czar।
Eveium Cosmo
ই-স্কুটার তিনটির মধ্যে সবচেয়ে সস্তা হল Cosmo। এতে ৭২ ভোল্ট এবং ৩০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক রয়েছে। যা চার্জে পরিপুষ্ট অবস্থায় একটানা ৮০ কিলোমিটার রেঞ্জ অফার করবে। ব্যাটারিটি ৪ ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। এর সাথে ২ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন মোটর দেওয়া হয়েছে। যা স্কুটারটিকে সর্বোচ্চ ৬৫ কিলোমিটার/ঘন্টার গতি তুলতে সাহায্য করবে। ব্রাইট ব্ল্যাক, চেরি রেড, লেমন ইয়োলো, হোয়াইট, ব্লু এবং গ্রে কালারে উপলব্ধ হবে। কসমোর দাম রাখা হয়েছে ১.৪৪ লাখ টাকা (এক্স শোরুম)।
Eveium Comet
Comet-এর স্পেসিফিকেশন আরও উন্নত। ৩ কিলোওয়াট মোটরের সাহায্যে প্রতি ঘন্টায় ৮৫ কিমি/গতিতে ছুটতে সক্ষম এটি। এর ৭২ ভোল্ট ও ৫০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে ৪ ঘণ্টা সময় লাগে পুরোপুরি চার্জে ই-স্কুটারটি ১৫০ কিমি দৌড়তে পারবে। শাইনি ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক, ওয়াইন রেড, রয়াল ব্লু, বেজ এবং হোয়াইট কালার ভ্যারিয়েন্টে মিলবে Eveium Comet। দাম ১.৯২ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে।
Eveium Czar
সংস্থার সবচেয়ে দামি ও ফ্লাগশিপ ই-স্কুটার হল Czar। এতে উপস্থিত শক্তিশালী ৪ কিলোওয়াট মোটর। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮৫ কিমি। এতে ৭২ ভোল্ট ও ৪২ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক উপস্থিত। যা ফুল চার্জে ১৫০ কিমি চলতে পারবে। চার্জ হতে সময় নেবে ৪ ঘন্টা। এর সাথে গ্লসি ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক, গ্লসি রেড, লাইট ব্লু, মিন্ট গ্রিন এবং হোয়াইট কালার স্কিম পাওয়া যাবে। দাম রাখা হয়েছে ২.১৬ লাখ টাকা (এক্স-শোরুম)।