Hero Electric ভারতে 1200 কোটি ব্যয়ে বিশাল বড় কারখানা তৈরি করবে, কর্মসংস্থান হবে প্রচুর
বর্তমানে ভারতের বৃহত্তম বৈদ্যুতিক স্কুটার কোম্পানি হিরো ইলেকট্রিক (Hero Electric) ভারতে তাদের নতুন কারখানা গড়ার পথে একধাপ অগ্রসর হল। মরুরাজ্যে অর্থাৎ রাজস্থানে সংস্থার এই নতুন কারখানা গড়ে তোলা হবে। এই মর্মে রাজস্থান সরকারের সাথে মৌ স্বাক্ষর করেছে হিরো ইলেকট্রিক। সংস্থার এই নতুন ইলেকট্রিক ভেহিকেলের কারখানা তৈরির জন্য ১,২০০ কোটি টাকার বেশি অর্থ বিনিয়োগের প্রয়োজন। যেখানে বছরে ২০ লক্ষ টু-হুইলার উৎপাদনের সক্ষমতা থাকবে।
রাজস্থানের একাধিক সরকারি উচ্চপদস্থ আধিকারিক এবং হিরো ইলেকট্রিকের ম্যানেজিং ডিরেক্টর নবীন মুঞ্জলের উপস্থিতিতে মৌ স্বাক্ষর সম্পন্ন হয়। ১৭০ একর জমির উপর রাজস্থানের সালারপুর শিল্পাঞ্চলে গড়ে তোলা হবে কারখানাটি। ২০২৩ থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে বলে আশা করা যায়। সংস্থার এই নতুন কারখানায় অত্যাধুনিক সব যন্ত্রপাতি, উদ্ভাবনী প্রযুক্তি এবং রোবোটিক্সের ব্যবস্থা উপলব্ধ থাকবে। এমনকি বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরশক্তি ব্যবহার করা হবে। এতে প্রত্যক্ষ এবং পরোক্ষ, উভয় দিক থেকেই কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছে সংস্থা।
নতুন কারখানা তৈরির বিষয়ে নবীন মুঞ্জলের বক্তব্য, “কার্বন মুক্ত পরিবহণ গড়ার বিষয়ে আমাদের প্রতিশ্রুতি শক্তপোক্ত হচ্ছে। আমরা রাজস্থানের সালারপুরে নতুন ম্যানুফ্যাকচারিং ফেসিলিটির ঘোষণা করতে পেরে আপ্লুত। এজন্য সব রকম সহায়তার জন্য রাজস্থান সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। এদেশে আমাদের এই তৃতীয় কারখানাটি সালারপুর শিল্পাঞ্চলের অর্থনীতিতে প্রসার ঘটাতে সাহায্য করবে। এই মেগা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি ভারতে আমাদের টু-হুইলার উৎপাদনের সক্ষমতা বাড়াবে।”
অন্যদিকে হিরো ইলেকট্রিকের সিই সোহিন্দর গিল বলেন, “রাজস্থান সরকার বৈদ্যুতিক যানবাহন ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে অতি তৎপর। আমরা সরকারের সাথে খুব কাছ থেকে কাজ করছি, যাতে উত্তর ভারতের বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলারের কারখানা তৈরি করা যায়।”