Hero কখনও 400cc বাইক আনবে বলে কল্পনা করেছেন? স্বপ্ন কিন্তু সত্যিই এবার বাস্তবের পথে
দেশের বৃহত্তম দু'চাকা গাড়ি নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp) বর্তমানে বিভিন্ন ধরনের মোটরসাইকেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সংস্থা হার্লে ডেভিডসন (Harley Davidson)-এর সাথে যৌথভাবে নির্মিত X440 ছাড়াও আপকামিং মডেলগুলির তালিকায় রয়েছে Xtreme 160R, Karizma XMR, Xtreme 200S 4V এবং দুটি নতুন ৪০০ সিসির মোটরসাইকেল। ইতিমধ্যেই সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১৪ জুন লঞ্চ আপডেটেড Xtreme 160R লঞ্চ হবে। এতে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং ফোর-ভাল্ভ পাওয়ারট্রেন যুক্ত হবে।
অন্যদিকে, Xtreme 200S এর নতুন মডেলও শীঘ্রই বাজারে আসতে চলেছে। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে Karizma XMR। সম্প্রতি বাইকটির প্রোডাকশন মডেলের এক ঝলক দেখা গিয়েছে। এতে থাকছে সম্পূর্ণ নতুন স্পোর্টি ডিজাইন, শার্প ফ্রন্ট ফেসিয়া এবং আগ্রাসী ফেয়ারিং। এগিয়ে চলার শক্তি জোগাতে থাকবে ২১০ সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ৬-স্পিড গিয়ারবক্স যুক্ত পাওয়াট্রেনটি থেকে ২৫ বিএইচপি শক্তি এবং ৩০ এনএম টর্ক উৎপন্ন হবে। বাইকটির দাম প্রায় ১.৮ লাখ টাকা ধার্য করা হতে পারে। স্পোর্টস বাইকটির প্রতিপক্ষ হিসাবে রয়েছে Suzuki Gixxer SF 250 ও Yamaha YZF R15।
Hero Xpulse 400
হিরো মোটোকর্প বর্তমানে নতুন একটি অ্যাডভেঞ্চার বাইক Xpulse 400-এর উপর টেস্টিং চালাচ্ছে। যাতে থাকছে সংস্থার সবচেয়ে শক্তিশালী ৪২১ সিসি ইঞ্জিন। বাজারে KTM 390 Adventure ও আসন্ন Royal Enfield Himalayan 450-কি টেক্কা দিতেই আনা হচ্ছে এটি। বাইকটি ৪০ হর্সপাওয়ার ও ৩৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারবে বলে অনুমান। এটি ২০২৫ সালে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।
Hero 400cc স্পোর্ট টুরার
নতুন ৪২১ সিসি ইঞ্জিনের উপর ভর করে আরও একটি মোটরসাইকেলে আনবে হিরো। এটি একটি ফুল-ফেয়ার্ড স্পোর্টস টুরার। এক্সপালস ৪০০-র সাথে এটিকেও রাস্তায় পরীক্ষা চালাতে দেখা গিয়েছে। নতুন মোটরসাইকেলটি ক্লিক অন হ্যান্ডেলবার, ফেয়ারিং মাউন্টেড মিরর, প্রথাগত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ডিস্ক ব্রেক, ডুয়েল চ্যানেল এবিএস সহ নানা বৈশিষ্ট্য নিয়ে হাজির হবে।