Hero-Harley: খেলা শুরু! 25,000 বুকিং পেয়ে রয়্যাল এনফিল্ড-কে বিশাল চাপে ফেলল হিরো

By :  SUMAN
Update: 2023-08-08 09:01 GMT

হিরো মোটোকর্প (Hero MotoCorp) ও হার্লে-ডেভিডসন (Harley-Davidson) গত মাসে যৌথভাবে মাঝারি ওজনের মোটরসাইকেল লঞ্চ করেছে। যার নাম – Harley-Davidson X440। এটি মার্কিন সংস্থার সবচেয়ে সস্তার মডেল হিসেবে এসেছে। লঞ্চের পরের দিন অর্থাৎ ৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত বুকিং চলেছে। সে সময় প্রারম্ভিক মূল্যে কেনা গেছে বাইকটি। উক্ত সময়কালে ২৫,০০০-এর বেশি বুকিং X440 পেয়েছে বলে ঘোষণা করল হিরো মোটোকর্প। এর মধ্যে ৬৫% বুকিং টপ-এন্ড ভ্যারিয়েন্ট S এর জন্য। যার দাম ২.৬৯ লাখ টাকা। পরবর্তী বুকিং শেষ হওয়ার সাথেই ইন্ট্রোডাক্টরি মূল্যের অফারটিও বন্ধ করা হয়েছে। তাই এখন বাইকটি বেস মডেলটি কিনতে খরচ পড়বে ২,৩৯,৫০০ টাকা (এক্স-শোরুম)।

Harley-Davidson X440-এর বুকিং ২৫,০০০ পার করার কথা ঘোষণা করল Hero MotoCorp

Harley-Davidson X440-এর পরবর্তী বুকিং কবে শুরু হচ্ছে তা এখনও ঘোষণা করেনি হিরো মোটোকর্প। এদিকে সেপ্টেম্বর থেকে বাইকটির উৎপাদনে হাত লাগাচ্ছে হিরো। অক্টোবরে শুরু হচ্ছে ডেলিভারি। বেশি চাহিদা পূরণ করতে উৎপাদনের পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করেছে সংস্থা। জানা গেছে, রাজস্থানে হিরোর নিমরানা কারখানায় বাইকটির নির্মাণ কার্য চালানো হবে।

Harley-Davidson X440-এর চাকায় গতি আনতে দেওয়া হয়েছে একটি নতুন ৪৪০ সিসি এয়ার-অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৬০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২৭ বিএইচপি শক্তি এবং ৪০০০ আরপিএম গতিতে ৩৮ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরকে সঙ্গত দিতে রয়েছে ৬-গতির গিয়ারবক্স।

ফিচারের প্রসঙ্গে বললে, X440-তে উপস্থিত অল এলইডি লাইটিং, একটি ইউএসবি চার্জিং পোর্ট এবং একটি ৩.৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে – যেখানে স্পিডোমিটার, ট্যাকোমিটার, ট্রিপমিটার, ওডোমিটার, সার্ভিস ইন্ডিকেটর এবং সাইড স্ট্যান্ড অ্যালার্ট ভেসে উঠবে। এছাড়া মোটরসাইকেলটিতে ব্লুটুথ কানেক্টিভিটি সহ অন্যান্য অ্যাপ্লিকেশন সাপোর্টের সুবিধা মেলে।

হিরো মোটোকর্পের প্রধান কার্যনির্বাহী আধিকারিক নিরঞ্জন গুপ্তা বলেন, “Harley-Davidson X440-এর প্রতি ক্রেতাদের আগ্রহ দেখে আমরা আপ্লুত। এর মাধ্যমে হিরো মোটোকর্পের উপর ক্রেতাদের আত্মবিশ্বাস প্রদর্শিত হচ্ছে। তবে সবচেয়ে আনন্দের বিষয় হল, বাইকটির টপ-এন্ড মডেলের চাহিদা সর্বাধিক। এর মাধ্যমে এটি পরিষ্কার যে, ক্রেতারা সঠিক জিনিসের জন্য বেশি মূল্য চোকাতে প্রস্তুত। প্রিমিয়াম সেগমেন্টে আমাদের যাত্রা সবে শুরু হয়েছে। পরবর্তীতে আমাদের পোর্টফোলিওতে একাধিক মডেল লঞ্চ করা হবে।”

Tags:    

Similar News