হোন্ডার দাপট শেষ করবে Hero, অ্যাক্টিভাকে জবাব দিতে আনছে দুর্ধর্ষ দুই স্কুটার

By :  SUMAN
Update: 2024-05-10 13:19 GMT

আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে লঞ্চ হচ্ছে বহু প্রতীক্ষিত স্কুটার Hero Xoom 125R ও Hero Xoom 160। হিরো মোটোকর্পের (Hero MotoCorp) এই দুটিই প্রিমিয়াম মডেল। সংস্থার সিইও নিরঞ্জন গুপ্তা খুব সম্প্রতি পুজোর মরসুমের আগেই উক্ত স্কুটার দুটির নিশ্চিত করেছেন। নতুন হিরো জুমের আবির্ভাবে Ntorq ও Activa মডেলের মতো ভারতে বিক্রিত ১২৫ সিসির বহু স্কুটি চরম প্রতিযোগিতার সম্মুখীন হবে, তা বলা যায়।

Hero Xoom 125R ও Hero Xoom 160 লঞ্চ হবে এই বছর

২০২৩-২৪ অর্থবর্ষে নতুন স্ট্র্যাটেজির আওতায় একগুচ্ছ টু হুইলার লঞ্চ করেছিল হিরো মোটোকর্প। ওই সময়ে প্রিমিয়াম টু হুইলার সেগমেন্টে পদার্পণ করে সংস্থা। এবারে Hero Xoom 125R ও Hero Xoom 160 লঞ্চের মাধ্যমে প্রিমিয়াম মডেলের সম্ভার বাড়াতে চলেছে তারা। স্কুটার দু'টি গত বছর মিলিন মোটরসাইকেল শো'তে প্রথম উন্মোচন করা হয়েছিল। তরপর এই বছর জানুয়ারিতে হিরো ওয়ার্ল্ড ইভেন্টে ভারতে আত্মপ্রকাশ করে এগুলি।

অন্যদিকে, ২০২৪ এর শেষের দিকে Vida V1 বৈদ্যুতিক স্কুটারের সবচেয়ে সস্তার ভ্যারিয়েন্ট লঞ্চ করতে পারে হিরো। বিভিন্ন প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। এক বিবৃতিতে হিরো মোটোকর্পের সিও নিরঞ্জন গুপ্তা বলেন, “২০২৪ অথবর্ষে প্রিমিয়াম ও ১২৫ সিসি সেগমেন্টে বিভিন্ন মডেল লঞ্চের মাধ্যমে মার্কেট শেয়ার বাড়ানোর প্রক্রিয়া আমরা জারি রাখবো। Xoom 125R ও Hero Xoom 160 লঞ্চের মাধ্যমে পুনরায় আমরা স্কুটার পোর্টফোলিও বলিষ্ঠ করতে চলেছি।”

গুপ্তা যোগ করেন, “আগামীতে মিড এবং সস্তার সেগমেন্টে একাধিক ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করা হবে।” প্রসঙ্গত, Hero Xoom 160 স্টাইলের দিক থেকে রাগেড ডিজাইনের ম্যাক্সি স্কুটার। ১৪ ইঞ্চি হুইল ও ব্লক প্যাটার্ন টায়ার থাকছে বিশাল চেহারার এই স্কুটারে। এতে ১৫৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন ব্যবহার হতে পারে।

আবার সংস্থার পোর্টফোলিওতে স্পোর্টি লুকের Hero Xoom 125R-এর স্থান Xoom 110-এর উপরে হবে। এতেও থাকছে ১৪ ইঞ্চি হুইল। উল্লেখযোগ্য ফিচার্স হিসাবে মিলবে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। শক্তির উৎস হিসাবে থাকছে একটি ১২৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড মোটর। বাজারে স্কুটারটির প্রতিদ্বন্দ্বীদের তালিকায় উপস্থিত Aprilia SR125, TVS NTorq 125, Suzuki Avenis 125 ইত্যাদি।

Tags:    

Similar News