Honda CB350: হোন্ডার নতুন বুলেট বাইক বাড়ি আনুন মাত্র 44 হাজারে, কী ভাবে? রইল হদিশ

By :  SUMAN
Update: 2023-11-20 14:14 GMT

Royal Enfield Classic/Bullet 350-এর জনপ্রিয়তায় ভাগ বসাতে খুব সম্প্রতি CB350 নামে ভারতে এক রেট্রো মোটরসাইকেল লঞ্চ করেছে Honda। ভারতে হোন্ডার ৩৫০ সিসির তৃতীয় মডেল এটি। বাকি মডেল দুটি হচ্ছে H'ness CB350 ও CB350RS। তবে সাবেকিয়ানার সমস্ত বৈশিষ্ট্য Honda CB350-তেও সর্বাধিক ফুটে উঠেছে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক বা বুলেটের বিকল্প হিসাবে বাইকটি অনেকেই কেনার কথা ভাবছেন কিন্তু দাম শুনলে পিছিয়ে আসছেন।

Honda CB350 মাসিক কিস্তির বিনিময়ে কেনা সবচেয়ে সহজ অপশন। কিন্তু কত টাকা ডাউনপেমেন্ট করলে এটি বাড়ি নিয়ে আসা যাবে বা ইএমআই দিতে কত খরচ হবে তা জানা নেই অনেকেরই। ফলে আগ্রহী ক্রেতাদের মনে নানান প্রশ্ন দেখা দিচ্ছে। এই প্রতিবেদনে সেই সব প্রশ্নেরই উত্তর রইল।

Honda CB350 মাসিক কিস্তিতে কেনার উপায়

বিষয় হচ্ছে, ইএমআই-তে Honda CB350 কিনতে হলে বিভিন্ন ব্যাঙ্কে সুদের হার ভিন্ন। আবার লোন পরিশোধের সময়সীমা ক্রেতারা নিজের পছন্দ মত বেছে নিতে পারেন। এক্ষেত্রে আলোচনার সুবিধার্থে সুদের হার ১০% এবং লোন পরিশোধের সময়সীমা ৩ বছর ধরে আলোচনা করা হল।

Honda CB350 দুই ভ্যারিয়েন্টে এদেশে হাজির হয়েছে – DLX ও DLX Pro। এদের এক্স-শোরুম মূল্য যথাক্রমে ১,৯৯,৯০০ টাকা ও ২,১৭,৮০০ টাকা। দিল্লিতে মডেল দুটির অন-রোড প্রাইস যথাক্রমে ২.২২ লাখ টাকা ও ২.৪১ লাখ টাকা। প্রথমটি কিনতে হলে যদি ৪৪,০০০ টাকা ডাউনপেমেন্ট করা হয় সেক্ষেত্রে ইএমআই-এর পরিমাণ পরবে ৫,৭৩০ টাকা। দ্বিতীয়টির ক্ষেত্রে ৪৮,০০০ টাকা এককালীন জমা করলে মাসিক কিস্তির পরিমাণ দাঁড়াবে ৬,২৪১ টাকা।

জানিয়ে রাখি, Honda CB350 মোটরসাইকেলটিতে ৩৪৮.৩৬ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফোর স্ট্রোক, ইঞ্জিন রয়েছে। এটি থেকে ৫,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২০.৭৮ বিএইচপি ক্ষমতা এবং ৩,০০০ আরপিএম গতিতে ২৯.৪ এনএম টর্ক পাওয়া যাবে। সঙ্গে ৫-গতির গিয়ারবক্স সহ স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ উপলব্ধ।

Tags:    

Similar News