মারুতি-হুন্ডাইদের টক্কর দিতে গাড়ি 73 হাজার টাকা সস্তায় দিচ্ছে Honda, কোন মডেলে ছাড়
হোন্ডা কারস ইন্ডিয়া (Honda Cars India) আগস্ট মাস শুরু হতেই তাদের বাছাই করা কয়েকটি গাড়িতে লোভনীয় ডিসকাউন্টের কথা ঘোষণা করল। জাপানি সংস্থাটি জানিয়েছে ৩১ আগস্ট পর্যন্ত তাদের কয়েকটি গাড়ি মোটা অঙ্কের ছাড় সহ কেনা যাবে। সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী Honda City সেডানে সর্বাধিক ৭৩,০০০ টাকার সুযোগ-সুবিধা মিলছে।
জানিয়ে রাখি, এদেশে বর্তমানে তিনটি গাড়ি বিক্রি করে হোন্ডা – পঞ্চম প্রজন্মের City, City Hybrid ও Amaze। আবার নতুন মিড-সাইজ এসইউভি Elevate লঞ্চের প্রস্তুতি নিচ্ছে সংস্থা। তবে মনে রাখতে হবে অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই গাড়ি কেনার আগে হোন্ডার নিকটবর্তী শোরুমে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে।
Honda City Petrol (দাম ১১.৫৭-১৬.০৫ লক্ষ টাকা)
Honda City পেট্রোল গাড়িটি বর্তমানে সর্বোচ্চ ৭৩,০০০ টাকার বেনিফিট সমেত কেনা যাচ্ছে। যার মধ্যে রয়েছে ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ৫,০০০ টাকার লয়ালটি বোনাস, এক্সচেঞ্জ বোনাস বাবদ ১০,০০০ টাকা, কর্পোরেট ডিসকাউন্ট বাবদ ২৮,০০০ টাকা এবং হোন্ডা-টু-হোন্ডা এক্সচেঞ্জ বোনাস ২০,০০০ টাকা।
Honda City Hybrid
City e:HEV কিনলে বর্তমানে ৪০,০০০ টাকার ডিসকাউন্ট মিলছে। যদিও এই হাইব্রিড গাড়িটিতে অন্যান্য কোন বেনিফিট অফার করা হচ্ছে না। এটি কিনতে ১৮.৮৯ লক্ষ থেকে ২০.৩৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) খরচ পড়ে।
Honda Amaze
Amaze সাব-কম্প্যাক্ট সেডান মডেলটি এ মাসে সর্বাধিক ২১,০০০ টাকার বেনিফিট সমেত কেনা যাচ্ছে। যার মধ্যে রয়েছে ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ৫,০০০ টাকার লয়ালটি বোনাস এবং ৬,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। এদিকে বর্তমানে আসন্ন Honda Elevate-এর বুকিং আরম্ভ হয়েছে। এটি ওয়েবসাইট থেকে বুকিং করলে লাগছে ৫,০০০ টাকা এবং ডিলারশিপ থেকে বুকিং করলে পড়ছে ২১,০০০ টাকা।