Car Price Hike: সেপ্টেম্বর থেকে বাড়ছে গাড়ির দাম, কোন সংস্থা বাড়াচ্ছে জেনে নিন
হোন্ডা (Honda) ভারতে তাদের গাড়ির দাম বাড়াতে চলেছে। পুজোর আগে নতুন গাড়ি কিনতে তাই আরও বেশি গাঁটের কড়ি খরচ করতে হবে। সামনের মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকেই এবছরের শুরুতে লঞ্চ হওয়া Honda City সেডান ও সাব-কম্প্যাক্ট মডেল Amaze-এর দর বৃদ্ধি করতে চলেছে হোন্ডা। সংস্থা সূত্রে জানানো হয়েছে, গাড়ি তৈরির খরচ বৃদ্ধির কারণে মূল্য বাড়াতে বাধ্য হয়েছে তারা।
সেপ্টেম্বর থেকে Honda গাড়ির দাম বাড়াচ্ছে
উল্লেখ্য, হোন্ডা বর্তমানে ভারতে কেবলমাত্র দুটিই সেডান মডেলের গাড়ি বিক্রি করে – City ও Amaze। এ বছর মার্চে City-র ফেসলিফ্ট লঞ্চ করেছিল তারা। এর বর্তমান বাজার মূল্য ১১.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হয়েছে। এর e:HEV হাইব্রিড মডেলের মূল্য ২০.৩৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে মূল্য বৃদ্ধির পর City-র দাম ১১.৫৭; লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। অন্যদিকে সাব-কম্প্যাক্ট সেডান Amaze-এর দাম ৭.০৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
যদিও হোন্ডা গাড়ি দুটির মূল্যবৃদ্ধির পরিমাণ কত হতে চলেছে, তা এখনও প্রকাশ করেনি। রিপোর্টের দাবি অনুযায়, দাম বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা করছে। এই প্রসঙ্গে সংস্থার সহ-সভাপতি (সেলস ও মার্কেটিং) কুনাল বেহল বলেন, “আমরা যতটা সম্ভব মূল্যবৃদ্ধির পরিমাণ নিজেদের কাঁধে নেওয়ার চেষ্টা করছি। ইনপুট খরচ বৃদ্ধির সাথে সামঞ্জস্য রাখতে সেপ্টেম্বরে আমরা City ও Amaze-এর নয়া দাম প্রকাশ করবো।”
হোন্ডা তাদের গাড়িতে সম্প্রতি BS6 Phase2 নির্গমন বিধি মেনে ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন দিয়েছে। এটি আবার ৮০% পেট্রোলের সাথে ২০% ইথানলের মিশ্রণে চলতে সক্ষম। এর সর্বোচ্চ আউটপুট ১২১ এইচপি এবং ১৪৫ এনএম টর্ক। গাড়িটি একটি ৬-স্পিড ম্যানুয়াল ও সিভিটি গিয়ারবক্স সহ বেছে নেওয়া যায়। অন্যদিকে ১.৫ লিটার অ্যাটকিনসন হাইব্রিড ইঞ্জিন থেকে ১২৬ এইচপি শক্তি এবং ২৫৬ এনএম টর্ক উৎপন্ন হয়। এটি কেবলমাত্র ই-সিভিটি গিয়ারবক্স সহ উপলব্ধ।
এদিকে Honda Amaze সম্প্রতি ভারতে ১০ বছর পার করেছে। সাব-কম্প্যাক্ট এসইউভি মডেলটির প্রতিপক্ষ হিসেবে বাজারে রয়েছে – Maruti Dzire ও Hyundai Aura। এতে একটি ১.২ লিটার i-VTEC ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রল ইঞ্জিন উপস্থিত। মোটরটি ৫-ম্যানুয়াল ও সিভিটি ট্রান্সমিশন সহ উপলব্ধ। এর ইঞ্জিন থেকে ৮৯ বিএইচপি শক্তি এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন হয়।