অন্য স্কুটারের কথা ভাবতেই দেবে না! ফাটাফাটি ফিচার্সে হৃদয় জিততে লঞ্চ হল Honda Dio 125

By :  SUMAN
Update: 2023-07-13 09:34 GMT

স্কুটারের দুনিয়ায় একচ্ছত্র অধিপতি হোন্ডা ভারতে তাদের ১২৫ সিসির তিন নম্বর স্কুটি লঞ্চের ঘোষণা করল। যা সংস্থার স্পোর্টি স্কুটার ডিওর বড় ভার্সন হিসাবে এসেছে। আজ Honda Dio 125 আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেয়েছে। দাম ৮৩,৪০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। নতুন মডেলটি দুটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে – স্ট্যান্ডার্ড এবং স্মার্ট। দ্বিতীয়টির দাম ৯১,৩০০ টাকা (এক্স-শোরুম)। Honda Dio 125 স্কুটারের অন্যতম আকর্ষণ ১০ বছরের ওয়ারেন্টি (৩ বছরের স্ট্যান্ডার্ড ও ৭ বছরের অপশনাল এক্সটেন্ডেড)। আসুন স্কুটারটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Honda Dio 125 : কালার ও ডিজাইন

হোন্ডা ডিও ১২৫ সাতটি কালার স্কিমের মধ্যে বেছে নেওয়া যাবে – পার্ল সাইরেন ব্লু, পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে, পার্ল নাইট স্টার ব্ল্যাক, ম্যাট মার্ভেল ব্লু মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, ম্যাট স্যাংগ্রিয়া রেড মেটালিক এবং স্পোর্টস রেড। স্পোর্টি ফ্রন্ট এবং তীক্ষ্ণ হেডল্যাম্প ও স্লিক পজিশন ল্যাম্পে চমৎকার লাগছে স্কুটারটি। ক্রোম কভার সমেত ডুয়েল আউটলেট মাফলার এবং নতুন স্প্লিট গ্র্যাবরেল সহ মডার্ন টেলল্যাম্প নজর কাড়ছে। নতুন গ্রাফিক্স এবং লোগো সমেত হোন্ডা ডিও ১২৫ অ্যালয় হুইলে ছুটবে।

Honda Dio 125 : ফিচার্স ও ইঞ্জিন

উল্লেখযোগ্য ফিচার হিসেবে Honda Dio 125-এ রয়েছে সিট আনলক এবং এক্সটার্নাল ফুয়েল লিড খোলার জন্য জন্য মাল্টি ফাংশান সুইচ, ফুল ডিজিটাল মিটার, আইডলিং স্টপ সিস্টেম এবং ইঞ্জিন ইনহিবিটর সমেত সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে রাইডিং সম্পর্কিত বিভিন্ন তথ্য ভেসে উঠবে। যেমন – রেঞ্জ, অ্যাভারেজ ফুয়েল এফিশিয়েন্সি, রিয়েল টাইম ফুয়েল এফিশিয়েন্সি, ট্রিপ, ক্লক, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, স্মার্ট কি ও ব্যাটারি ইন্ডিকেটর, ইকো ইন্ডিকেটর এবং সার্ভিস ডিউ ইন্ডিকেটর। স্কুটারটির ১২৫ সিসি, PGM-FI ও eSP (এনহ্যান্সড স্মার্ট পাওয়ার) পেট্রল ইঞ্জিন থেকে ৮.১৯ বিএইচপি ক্ষমতা ও ১০.৪ এনএম টর্ক উৎপন্ন হবে।

Honda Dio 125: স্মার্ট কী

হোন্ডা ডিও ১২৫ স্কুটারের সবচেয়ে বড় আকর্ষণ স্মার্ট-কী ফিচার৷ দামী গাড়ির কী-ফোবের মতো এই চাবি স্মার্টফাইন্ড, স্মার্টআনলক, স্মার্টস্টার্ট এবং স্মার্টসেফ বৈশিষ্ট্যকে সক্রিয় করবে। স্মার্টফাইন্ড ফিচারে চারটি ইন্ডিকেটর একসাথে জ্বলে ওঠায় ভিড়ের মধ্যেও নিজের স্কুটারটি সহজেই চিনে নিতে পারবেন।

এছাড়া স্মার্টস্টার্ট প্রযুক্তির মাধ্যমে প্রথাগত চাবি স্লটে ঢুকিয়ে ইঞ্জিন অন করার বদলে, কী-ফবে থাকা সুইচের মাধ্যমে স্কুটার অন করা যাবে। আর স্মার্টআনলকের মাধ্যমে দূর থেকে হ্যান্ডেলবার, ফুয়েল ফিলার ক্যাপ এবং আন্ডারশিপ স্টোরেজ ইউনিট লক-আনলক করা যাবে। আর স্মার্টসেফ স্কুটারের সুরক্ষা বৃদ্ধিতে সাহায্য করবে। ফলে চুরি যাওয়ার ভয় থাকবে না।

Tags:    

Similar News