পুজোর মধ্যে আসছে নতুন SUV, লঞ্চ হবে ইলেকট্রিক গাড়িও, Honda-র মাস্টারপ্ল্যান
জাপানি গাড়ি সংস্থা হোন্ডা (Honda) প্রতি বছর ভারতে একটি করে নতুন মডেল লঞ্চের কথা জানিয়েছে। বর্তমানে সংস্থাটি প্রিমিয়াম গাড়ির দিকে মনোনিবেশ করেছে। যেগুলি পেট্রোল এবং হাইব্রিড ভার্সনে আসবে। দাম ১০ লাখ টাকার বেশি হবে বলেই মন্তব্য করেছে হোন্ডা। তাদের রেঞ্জের মধ্যে যেমন নতুন মডেলের দেখা মিলবে, পাশাপাশি বিদ্যমান গাড়িগুলি নয়া ভার্সন থাকবে। যার মধ্যে কয়েকটি ভারতের বাজারে আমদানি করবে জাপানি সংস্থাটি।
Honda নতুন SUV গাড়ি আনছে
হোন্ডা কারস ইন্ডিয়া বা এইচসিআই (HCI)-এর উচ্চতর সহ-সভাপতি এবং আধিকারিক (মার্কেটিং অ্যান্ড সেলস) কুনাল বেহল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কোম্পানির পরবর্তী বড় লঞ্চ হতে চলেছে একটি ইন্টার্নাল কম্বাশন ইঞ্জিন বা আইসিই এসইউভি (SUV)। যা আন্তর্জাতিক মডেল হিসেবে আসবে।
অন্যদিকে, ২০৫০ এর মধ্যে হোন্ডা কার্বন নিঃসরণের পরিমাণ এবং পথ দুর্ঘটনা শূন্যে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। আবার ২০৪০-এর মধ্যে তাদের লক্ষ্য বিক্রির ১০০ শতাংশ যেন বৈদ্যুতিক গাড়ি হয়। ভারতে এই ধরনের গাড়ির প্রতি ক্রমবর্ধনশীল চাহিদা দেখে, সুদূর ভবিষ্যতে ভারতের বাজারে ব্যাটারি চালিত গাড়ি লঞ্চের ইঙ্গিত দিয়েছে হোন্ডা। তবে এই নিয়ে বিশদে কিছু জানানো হয়নি।
Honda-র গাড়ির উৎপাদন বাড়ানোর পরিকল্পনা
এবছরের মধ্যেই হোন্ডা ইন্ডিয়া তাদের পোর্টফোলিও-তে নতুন মডেল যোগ করবে। বর্তমানে হোন্ডার রাজস্থানের টাপুকারা কারখানাতে বার্ষিক ১.২ লক্ষ থেকে ১.৩ লক্ষ ইউনিট গাড়ি তৈরি হয়। যা বাড়িয়ে ১.৮ লক্ষ করা হয়েছে। আবার গাড়ি উৎপাদনের ক্ষমতা বাড়িয়ে ২.২ লক্ষ করা হতে পারে।
Honda-র আসন্ন গাড়িটির প্রতিপক্ষ
সূত্রের খবর, হোন্ডার আসন্ন পেট্রোল এসইউভি গাড়িটি বাজারের Hyundai Creta, Maruti Suzuki Grand Vitara, Kia Seltos ও Toyota Urban Cruiser-এর সাথে টক্কর চালাবে। এটি এপ্রিলে আত্মপ্রকাশ করতে পারে এবং লঞ্চ হতে পারে পুজোর মরসুমের আগে।
Honda-র আসন্ন গাড়িটির সম্ভাব্য ফিচার্স
নতুন Honda City-র মতো মাঝারি আকারের এসইউভি গাড়িটিতে র্যাডার চালিত অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম বা এডাস (ADAS) অফার করা হতে পারে। এছাড়া থাকতে পারে লেন ওয়াচ সিস্টেম, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রনিক পার্কিং ব্রেক ইত্যাদি।