SUV থেকে সেডান, পয়লা এপ্রিল থেকে দেশজুড়ে গাড়ির দাম বাড়াচ্ছে এই সংস্থা
কম দামে গাড়ি কেনার দিন শেষ। এপ্রিলের প্রথম দিন থেকে ভারতের বাজারে সমস্ত গাড়ির দাম বাড়াতে চলেছে হোন্ডা কারস ইন্ডিয়া (Honda Cars India)। জানিয়ে রাখি, গত জানুয়ারি মাসেও একবার মূল্য বৃদ্ধির পথে হেঁটেছিল জাপানের সংস্থাটি। অর্থাৎ এই নিয়ে ২০২৪ সালে দ্বিতীয় বার গাড়ির দাম বাড়াচ্ছে হোন্ডা।
এপ্রিল থেকে বাড়ছে Honda-র গাড়ির দাম
হোন্ডা তাদের তিনটি গাড়ি মহার্ঘ করার কথা জানিয়েছে – Elevate, City ও Amaze। বর্তমানে Amaze গাড়িটি হচ্ছে সংস্থার সবচেয়ে কম দামি মডেল। দাম ৭.১৬ লাখ টাকা (এক্স-শোরুম)। যেখানে Elevate SUV মডেলটি কিনতে খরচ পড়ে ১১.৫৮ লাখ টাকা (এক্স-শোরুম)।
আবার City মডেলটির বাজার মূল্য ১১.৭১ লাখ টাকা। যেখানে City e:HEV hybrid গাড়ির দাম ১৮.৮৯ লাখ টাকা। উপরের প্রতিটি মূল্য এক্স-শোরুম অনুযায়ী। মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে এখনও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি হোন্ডার তরফে।
মূল্যবৃদ্ধির কথা এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। এটি হলে গাড়ির দাম কতটা বাড়তে চলেছে তা নিশ্চিতভাবে বলা সম্ভব। উল্লেখ্য, মার্চ মাস জুড়ে গাড়িতে স্পেশাল ইয়ার এন্ড অফার দিচ্ছে কোম্পানি। Elevate-এ পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৫০,০০০ টাকার ডিসকাউন্ট। City ও Amaze রয়েছে যথাক্রমে ১.২০ লক্ষ টাকা এবং ৯০,০০০ টাকার বেনিফিট।