বুধবার Honda-র নয়া চমক, পুজোর তিন মাস আগে নতুন 160cc বাইক উপহার দিতে চলেছে সংস্থা

By :  SUMAN
Update: 2023-07-30 10:19 GMT

ভারতে ১৫০ সিসি বা তার বেশি মোটরসাইকেল সেগমেন্টে চাহিদা বাড়তে দেখে তর সইছে না হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)-এর। আগস্টে আনতে চলেছে নতুন মডেল। আগামী বুধবার, ২ আগস্ট লঞ্চের দিনক্ষণ হিসেবে ধার্য করা হয়েছে। তবে নির্দিষ্টভাবে কোন মোটরসাইকেলটি আনা হচ্ছে তা জানানো হয়নি। এবারে আসন্ন বাইকটির একটি টিজারও প্রকাশ করল হোন্ডা (Honda)।

SP 160-এর টিজার প্রকাশ করল Honda

শোনা যাচ্ছে, Unicorn 160-এর উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ নয়া মডেল আনবে জাপানি সংস্থা। এটি হতে পারে SP 160। তাই ২ আগস্ট এই বাইকটি লঞ্চের সম্ভাবনা প্রবল। যা কার্যত SP 125-এর ১৬০ সিসি ভার্সন। তাই দুটি মডেলের মধ্যে বেশ কিছু মিল নজরে পড়বে। ১৫ সেকেন্ডের প্রকাশিত টিজার ভিডিওতে Honda SP 160-এর খুব সামান্য অংশ দেখানো হয়েছে। হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর দুইয়ের মাঝে Honda নাম লেখা। অ্যাঙ্গুলার টেলল্যাম্প সিগনেচারের অংশ ও সম্ভবত সিঙ্গেল-পিস টিউবুলার গ্র্যাব রেল দেখানো হয়েছে।

https://twitter.com/honda2wheelerin/status/1684857438317756416?t=ENIATdEwH5xyPwjuYILqMQ&s=19

Honda SP 160-এর টিজার ভিডিওতে সাইড মাউন্টেড এগজস্ট সিস্টেম এবং পিলিয়ন রেস্ট গার্ডের দেখা মিলেছে বলে মনে করা হচ্ছে। এর সিটটি হতে পারে সিঙ্গেল পিস ইউনিট। আবার ভিডিওতে H-প্যাটার্ন সহ অ্যাঙ্গুলার টেলল্যাম্প, হ্যান্ডেল বার ক্লাম্প ও ফুয়েল ট্যাঙ্কের অংশ দেখানো হয়েছে।

অনুমান করা হচ্ছে, Honda SP 160-তে অল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং চওড়া হ্যান্ডেলবার দেওয়া হবে। সামান্য স্পোর্টি ডিজাইনের সাথে মোটরসাইকেলটি নিত্যদিন চলাফেরার জন্য আদর্শ মডেল হিসাবে আসবে। Bajaj Pulsar 150, Yamaha FZ ও Suzuki Gixxer 155-এর রেষারেষি চলবে এর। দাম ১.১০ লক্ষ থেকে ১.১৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।

SP 160, Unicorn 160-এর আর্কিটেকচারের উপর ভিত্তি করে এলেও SP 125-এর ডিজাইন অনুসরণ করা হবে। চাকায় গতি আনতে থাকছে ১৬২.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। যা থেকে ৭,৫০০ আরপিএম গতিতে ১২.৯ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে ১৪ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরকে সঙ্গত দিতে থাকছে ৫-গতির গিয়ারবক্স। হোন্ডার নতুন বাইকে থাকছে ১২ লিটার ফুয়েল ট্যাঙ্ক, সামনে ১৭ ইঞ্চি ও পেছনে ১৮ ইঞ্চি হুইল।

Tags:    

Similar News