দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই-স্পিড ইলেকট্রিক বাইক শীঘ্রই আসছে বাজারে, হাজারের কমে বুকিং, এক চার্জে 150 কিমি

By :  techgup
Update: 2022-06-15 07:51 GMT

কলকাতা, জয়পুর, জোধপুর, পাটনা হয়ে দেশজুড়ে ৭৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরীক্ষা। অবশেষে অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI)-এর শংসাপত্র পেল জয়পুরের স্টার্টআপ হপ ইলেকট্রিক (Hop Electric)। ফলে বহু প্রত্যাশিত Oxo 100 বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করতে তাদের আর কোনও বাঁধা রইল না।

এটি বাজারে আসতে চলেছে জুলাইয়ের শেষে অথবা অগাস্টের শেষে। ই-বাইকটি সংস্থার ওয়েবসাইটে ৯৯৯ টাকায় বুকিং করা যাচ্ছে। ডিজাইনের প্রসঙ্গে আসলে Yamaha FZ V2.0-এর সঙ্গে Hop Oxo 100 মডেলটির প্রচুর সাদৃশ্য। শুধু যেখানে ইঞ্জিন থাকার কথা সেখানে রয়েছে ব্যাটারি। টার্ন ইন্ডিকেটরগুলি হেডল্যাম্পের উপরে বসানো।

ব্যাটারিচালিত বাইকটি এক চার্জে সর্বোচ্চ ১৫০ কিলোমিটারের সফর করতে পারবে। ঘন্টা প্রতি ১০০ কিলোমিটার গতি উঠবে। ফলে এটি হাই-স্পিড ক্যাটাগরিতে পড়ছে। এছাড়া মোটরসাইকেলটির সম্পর্কে বেশি কিছু প্রকাশ করা হয়নি। হপ জানিয়েছে আগামী পাঁচ বছরে ২,০০০ কোটি টাকারও বেশি অর্থ লগ্নি করবে তারা।

পূর্বে সংস্থার তরফে এক বছরের কম সময়ে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং তেলেঙ্গানা-সহ নানা রাজ্যে ১০০-র বেশি শহরে তারা শোরুম খোলার দাবি করা হয়েছিল। বৈদ্যুতিক যানবাহনের বাজারে গত বছরের জুন মাসে যাত্রা শুরু করেছিল তারা। আবার এ বছর শেষ হওয়ার আগেই ডিলারশিপের সংখ্যা তিনশোয় নিয়ে যাওয়ার লক্ষ্য রাখছে হপ। বর্তমানে Leo ও LYF নামে দু’টি ই-স্কুটার বিক্রি করে তারা। জয়পুরে কারখানায় খুব শীঘ্রই আসন্ন অক্সোর উৎপাদন চালু হবে বলে জানা গিয়েছে‌।

Tags:    

Similar News