AI নয়েজ ক্যান্সেলেশন ফিচার সহ বিশ্ব বাজারে হাজির Huawei এর নতুন ইয়ারবাড
হুয়াওয়ে ফ্রিবাডস প্রো 4 এর গ্লোবাল ভ্যারিয়েন্ট ব্ল্যাক, হোয়াইট, গ্রীন কালারে পাওয়া যাবে। Huawei Freebuds Pro 4 এর দাম রাখা হয়েছে 199 ইউরো, যা প্রায় 17,700 টাকার সমান। এটি 9 জানুয়ারি, 2025 থেকে কেনার জন্য উপলব্ধ হবে। হুয়াওয়ের অনলাইন স্টোর থেকে এটি কেনা যাবে।
Huawei গ্লোবাল মার্কেটে FreeBuds Pro 4 ইয়ারবাড লঞ্চ করল। এর আগে এই অডিও ডিভাইসকে চীনে উন্মোচন করা হয়েছিল। এই ইয়ারবাডে আছে কিরিন A2 চিপ, 11mm ডায়নামিক ড্রাইভার, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার। সংস্থার দাবি ফুল চার্জে এটি 33 ঘন্টা পর্যন্ত চলবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Huawei FreeBuds Pro 4 এর গ্লোবাল মডেলের দাম
হুয়াওয়ে ফ্রিবাডস প্রো 4 এর গ্লোবাল ভ্যারিয়েন্ট ব্ল্যাক, হোয়াইট, গ্রীন কালারে পাওয়া যাবে। এর দাম রাখা হয়েছে 199 ইউরো, যা প্রায় 17,700 টাকার সমান। এটি 9 জানুয়ারি, 2025 থেকে কেনার জন্য উপলব্ধ হবে। হুয়াওয়ের অনলাইন স্টোর থেকে এটি কেনা যাবে।
Huawei FreeBuds Pro 4 এর ফিচার
হুয়াওয়ে ফ্রিবাডস প্রো 4 ইয়ারবাড শক্তিশালী কিরিন A2 চিপ দ্বারা চলবে। এর মাধ্যমে লসলেস অডিও অভিজ্ঞতা পাওয়া যাবে। এতে 11mm ডায়নামিক ড্রাইভার ও মাইক্রো প্ল্যানার টুইটার সহ ডুয়েল ড্রাইভার সিস্টেম আছে। এই সেটআপ ব্যালেন্স অডিও প্রোফাইল অফার করবে, অর্থাৎ বেস, ট্রেবল ইত্যাদি সঠিকভাবে পাওয়া যাবে।
অডিও কোয়ালিটির অভিজ্ঞতা ভালো করতে হুয়াওয়ে ফ্রিবাডস প্রো 4 ইয়ারবাডে অ্যাডভান্স নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। পারিপার্শ্বিক আওয়াজ কমাতে এতে আছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচার।
এর বাড দুটি এএনসি চালু থাকলে 4.5 ঘন্টা এবং চালু না থাকলে 6.5 ঘন্টা ব্যাটারি লাইফ দেবে। আবার চার্জিং কেসের মাধ্যমে 33 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে। তবে এএনসি অন থাকলে তা কমে দাঁড়াবে 23 ঘন্টায়। ইয়ারবাডটি IP54 রেটিং সহ এসেছে, যা ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে।