Mahindra XUV700 ভারতের বাজার কাঁপিয়ে এই বছরের টেস্ট বিশ্বকাপ জেতা দেশে লঞ্চ হল
ইউটিলিটি ভেহিককেল তৈরিতে সিদ্ধহস্ত মাহিন্দ্রা (Mahindra) কথামতো তাদের লেটেস্ট এসইউভি মডেল XUV700 অস্ট্রেলিয়ার বাজারে লঞ্চ করল। ভারতে আত্মপ্রকাশের প্রায় দু’বছর পর গাড়িটি সে দেশের পা রেখেছে। গাড়িটি দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে মাহিন্দ্রা – AX7 ও AX7L। সঙ্গে কেবল পেট্রোল অটোমেটিক পাওয়ারট্রেন উপলব্ধ। অস্ট্রেলিয়াতে XUV700-এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২০.৭২ লক্ষ টাকা থেকে ২২.৪১ লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে ধার্য করেছে দেশীয় সংস্থাটি।
Mahindra XUV700: ফিচার্স
অস্ট্রেলীয় ক্রেতাদের নজর কাড়তে অত্যাধুনিক ফিচার সহ হাজির হয়েছে Mahindra XUV700। এতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও ইনফোটেনমেন্ট সিস্টেমের জন্য টুইন ১০.২৫ ইঞ্চি ডিসপ্লে আছে। এছাড়া গাড়িটিতে রয়েছে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, প্যানোরমিক সানরুফ, ওয়্যারলেস ফোন চার্জিং, এবং সনির বারোটি স্পিকার সহ থ্রিডি সাউন্ড সিস্টেম।
সুরক্ষার প্রসঙ্গে বললে মাহিন্দ্রা এক্সইউভি৭০০ গ্লোবাল এনক্যাপ-এর থেকে পাঁচ তারার মানপত্র পেয়েছে। সুরক্ষাজনিত ফিচার হিসেবে এতে দেওয়া হয়েছে সাতটি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা ADAS। আবার এতে ট্রাফিক সাইন রেকগনিশন এবং হাইবিম অ্যাসিস্ট দেওয়া হয়েছে।
Mahindra XUV700: পাওয়ারট্রেন ও কালার অপশন
Mahindra XUV700 একটি ২.০ লিটার চার সিলিন্ডার T-GDi M-Stallion পেট্রোল ইঞ্জিনের সঙ্গে সে দেশে পাওয়া যাবে। ভারতের মতো অস্ট্রেলিয়ান মডেলটিরও আউটপুট সমান – ২০০ পিএস এবং ৩৮০ এনএম। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। অস্ট্রেলিয়ার বাজারে গাড়িটি ড্যাজলিং সিলভার, ইলেকট্রিক ব্লু, এভারেস্ট হোয়াইট, মিডনাইট ব্ল্যাক এবং রেড রেজ কালারে বেছে নেওয়া যাবে।