Car Sales: গাড়ি-বাইক বিক্রিতে নবজোয়ার, জানুয়ারিতে নয়া রেকর্ড গড়লেন ভারতীয়রা

By :  SUMAN
Update: 2024-02-15 08:54 GMT

এ কথা আমরা সকলেই জানি, জাপানকে টেক্কা দিয়ে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইলের বাজার হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই উল্লেখযোগ্য সাফল্য রাতারাতি আসেনি। দেশে যানবাহনের বিক্রি বিপুল পরিমাণে বেড়েছে বলেই সম্ভবপর হয়েছে। ২০২৪-এর জানুয়ারিতেও এদেশে প্যাসেঞ্জার ভেহিকেলের বিক্রি নতুন উচ্চতায় পৌঁছেছে। ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন বা ফাডা (FADA) সূত্রে তেমনই তথ্য প্রকাশ করা হয়েছে।

ভারতে প্যাসেঞ্জার ভেহিকেলের বিক্রি রেকর্ড গড়লো

পরিসংখ্যান বলছে বছরের প্রথম মাসে ৩,৯৩,২৫০টি প্যাসেঞ্জার গাড়ি ভারতীয় গাড়ি কিনেছেন। তুলনাস্বরূপ আগের বছর ওই সময়ে বেচাকেনার পরিমাণ ৩,৪৭,০৮৬ ইউনিট থাকায় এবারের বিক্রিতে ১৩.৩০ শতাংশ উত্থান পরিলক্ষিত হয়েছে। আবার গত বছরের ডিসেম্বরে বিক্রিবাটা হয়েছিল ২,৯৩,০০৫ ইউনিট, সেই তুলনায় জানুয়ারিতে বেচাকেনা বেড়েছে ৩৪.২১ শতাংশ।

ফাডা-র দাবি, গোটা জানুয়ারিতে যত পরিমাণ গাড়ি বিক্রি হয়েছে, তা এখনও পর্যন্ত এদেশের ইতিহাসে এক মাসের সর্বাধিক বিক্রিবাটা। এমনকি গত বছর নভেম্বরের বিক্রিবাটার পরিমাণকেও ছাপিয়ে গিয়েছে। গগল মাসে প্যাসেঞ্জার ভেহিকেলের এই বিপুল পরিমাণ বেচাকেনা রিটেল সেলসে ১৫.০৩% অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করেছে।

বেচাকেনার পরিমাণ বাড়াতে সাহায্য করেছে এসইউভি গাড়ির আকাশছোঁয়া চাহিদা, বলে মত প্রকাশ করেছেন ফাডা-র সভাপতি মনিশ রাজ সিঙ্ঘানিয়া। তাঁর কথায়, “একটি রেকর্ড ব্রেকিং মাস, প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্ট এখনও পর্যন্ত এক মাসের সর্বাধিক বেচাকেনা দেখেছে, যার পরিমাণ ৩,৯৩,২৫০ ইউনিট।”

অন্যদিকে, প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টের পাশাপাশি টু হুইলারের বাজারেও চাহিদা ফিরে এসেছে। গত বছর জানুয়ারির রেকর্ডকে ধূলিসাৎ করেছে গত মাসের বিক্রিবাটা। এ বছর জানুয়ারিতে ভারতে ১৪,৫৮,৮৪৯টি দু'চাকা গাড়ি বিক্রি হয়েছে। যেখানে এক বছর আগে বেচাকেনার অঙ্ক ছিল ১২,৬৮,৯৯০ ইউনিট।

Tags:    

Similar News