চার্জে বসানোর পর পুড়ে ভস্মীভূত এক কোটির ইলেকট্রিক গাড়ি

By :  SUMAN
Update: 2022-08-04 06:19 GMT

হালে বৈদ্যুতিক গাড়িতে অগ্নিকাণ্ড মানুষের কাছে একটি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। ব্যাটারি চালিত যানবাহনের প্রতি মানুষের আস্থায় চির ধরাতে যা যথেষ্ট। যদিও এখনও বহু ব্র্যান্ডের যানবাহনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেনি। এদিকে অনেককেই বলতে শোনা যায় কমদামি ইলেকট্রিক গাড়িতে আগুন ধরার প্রবণতা বেশি। কিন্তু এই কথা যে সম্পূর্ণ ভিত্তিহীন, তা সমগ্র বিশ্ববাসীকে এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমেরিকায় ঘটে যাওয়া দুর্ঘটনা। বিলাসবহুল প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি Jaguar I-Pace EV-এ ধরে গেল আগুন। ভারতের বাজারে যার দাম ১.০৫ কোটি টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল, যে কয়েক মুহূর্তের মধ্যে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। কেবল সামনের অংশটি অক্ষত ছিল।

ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডায়। সূত্রের খবর, Jaguar I-Pace EV-এর ২০১৯ সালের মডেলটি একটি গ্যারেজে চার্জে বসানো ছিল। সে সময় এই ঘটনা ঘটে। এই প্রসঙ্গে গাড়ির মালিক গোঞ্জালো সালাজার সংবাদ সংস্থাকে বলেছেন, তিনি ১৬ জুন গাড়িটিকে চার্জে বসান এবং ১৭ জুন চার্জার খোলেন। এরপর তিনি গ্যারেজ থেকে গাড়িটিকে বাইরে বের করে ট্রিপে বেরিয়েছিলেন। তারপর ফের সেটিকে গ্যারেজে রেখে আসেন তিনি। খানিক বাদেই গ্যারেজের ভেতর থেকে কিছু শব্দ শুনতে পান। গোঞ্জালো তৎক্ষণাৎ গ্যারেজের ভেতরে ঢুকে দেখেন, গাড়ি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। তিনি বিলম্ব না করে সাথে সাথে গাড়িটিকে গ্যারেজ থেকে বাইরে বের করে আনেন, যাতে আগুন তাঁর বাড়ির ক্ষতি করতে না পারে।

সেই ধোঁয়া কয়েক মুহূর্তে আগুনের লেলিহান শিখায় পরিণত হয়। এবং সমগ্র গাড়িটিকে গ্রাস করে। বনেটের অংশ বাদে পুরো গাড়িটাই পুড়ে ছারখার হয়ে যায়। রিপোর্টে দাবি করা হয়েছে, আগুন নেভানোর জন্য খুব অল্প সময় পেয়েছিলেন গোঞ্জালো। যে কারণে সে এবং তার সঙ্গীরা আগুন নির্বাপক ফোমের ব্যবহার করতে পারেননি। জাগুয়ার ইতিমধ্যেই পুড়ে যাওয়া গাড়িটির ধ্বংসাবশেষ তাদের পরীক্ষাগারে নিয়ে গিয়েছে। তবে কেন কেমন ঘটল, তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, Jaguar I-Pace EV-তে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এই গাড়িতে এই একই রকম ভাবে তিন তিনবার আগুন ধরে যাওয়ার ঘটনার কথা প্রকাশ্যে এসেছিল। Chevrolet Bolt EV-তে LG Chem-এর যে বৈদ্যুতিক ব্যাটারি ব্যবহার করা হয়, সেই একই ব্যাটারি Jaguar EV-তেও দেওয়া হয়েছে। এখন গাড়িগুলি বাজার থেকে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান হতে পারে। উল্লেখযোগ্য বিষয়, Hyundai Kona EV-ও এই ত্রুটিপূর্ণ ব্যাটারি সহ এসেছে।

Tags:    

Similar News