Kia EV9: এক চার্জেই দিঘা ঘুরে রিটার্ন! অবিশ্বাস্য বৈদ্যুতিক গাড়ি লঞ্চ হল দেশে

Kia EV9 অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হয়ে গেল। এটি এখনও পর্যন্ত এদেশে কিয়ার সবচেয়ে বড় এবং দামি গাড়ি। কিনতে খরচ হবে ১.৩ কোটি টাকা…

Suman Patra 3 Oct 2024 9:03 AM IST

Kia EV9 অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হয়ে গেল। এটি এখনও পর্যন্ত এদেশে কিয়ার সবচেয়ে বড় এবং দামি গাড়ি। কিনতে খরচ হবে ১.৩ কোটি টাকা (এক্স-শোরুম)। এতে ৯৯.৯ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ফুল চার্জে ৫৬১ কিলোমিটার (সার্টিফায়েড রেঞ্জ) চলবে বলে দাবি করা হয়েছে।

৩৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জারের মাধ্যমে Kia EV9 মাত্র ২৪ মিনিটের মধ্যে ০-৮০ শতাংশ চার্জ হয়ে যাবে। এই ইলেকট্রিক এসইউভি ৫.৩ সেকেন্ডের মধ্যে ০-১০০ কিলোমিটার/ঘন্টা স্পিড তুলতে সক্ষম। পাওয়ার আউটপুট ২৮২.৬ কিলোওয়াট ও পিক টর্ক ৭০০ এনএম। গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৯৮ মিমি।

কিয়া ইভি৯ অত্যাধুনিক ফিচার্সে পরিপূর্ণ। এতে ৪৪টি কন্ট্রোলার রয়েছে, যার মাধ্যমে গাড়িটি দূর থেকে ডায়াগনস করা যাবে। ওটিএ আপডেটের সুবিধা থাকার ফলে ডিলারশিপে না গিয়েই সফটওয়্যার এনহ্যান্সমেন্ট করা যাবে। স্মার্ট ডিভাইসের সঙ্গেও কানেক্ট করা যাবে। ডিজিটাল কী-এর ব্যবস্থা থাকার ফলে স্মার্টফোন দিয়েই গাড়ি আনলক ও চালু করা যাবে।

EV9 গাড়িটিতে ট্রিনিটি' প্যানোরামিক ডিসপ্লে রয়েছে, যা একটি ১২.৩ ইঞ্চি HD ডিসপ্লে ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি ৫ ইঞ্চি HD HVAC ডিসপ্লে, এবং ১২.৩ ইঞ্চি HD টাচস্ক্রিন নেভিগেশন এবং ইনফোটেইনমেন্ট সিস্টেমকে একত্রিত করে। সেফটিকে অগ্রাধিকার দিয়ে ১০টি এয়ারব্যাগ, মাল্টি-কলিশন ব্রেক, ২৭টির বেশি অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স ফিচার্স, এবং ভেহিকেল ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়ার হয়েছে। বৈদ্যুতিক গাড়িটি ইতিমধ্যেই গ্লোবাল এনক্যাপ থেকে ফাইভ স্টার সেফটি রেটিং পেয়েছে।

Show Full Article
Next Story
Share it