Komaki LY: TVS এনটর্কের দামে 200 কিমি মাইলেজের ই-স্কুটার! পুজো অফারে 21,000 টাকার বিরাট ছাড়

By :  SUMAN
Update: 2023-09-25 07:16 GMT

উৎসবের মরসুমকে ঘিরে ভারতের ছোট বড় নানা অটোমোবাইল কোম্পানি ক্রেতা টানার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হরেক ডিসকাউন্ট অফার করা থেকে শুরু করে দামে কাটছাঁট, কোনকিছুই বাদ থাকছে না। সেই ধারা মেনে এবারে দেশের অন্যতম বৈদ্যুতিক টু-হুইলার নির্মাতা কোমাকি (Komaki) তাদের LY ডুয়েল ব্যাটারির ইলেকট্রিক স্কুটারের দাম কমানোর ঘোষণা করল। পুজোর আগে একলাফে ২১,০০০ টাকা সস্তা হল স্কুটারটি। ফলে ১,৩৪,৯৯৯-এর বদলে এবার ১,১৩,৯৯৯ টাকা দিলেই স্কুটারটি বাড়ি নিয়ে আসা যাবে। এই অফার দিওয়ালি পর্যন্ত মিলবে বলে জানিয়েছে কোম্পানি। আসলে উৎসবের মাসগুলিতে বিক্রি বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপকোমাকির।

Komaki LY ইলেকট্রিক স্কুটার এখন ২১,০০০ টাকা সস্তা

Komaki LY ই-স্কুটিতে উপস্থিত ৬২ ভোল্ট ৩২ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ডুয়েল ব্যাটারি। এটি স্কুটার থেকে খুলে যে কোনো স্থানে চার্জে বসানো যাবে। সম্পূর্ণ চার্জ হতে পাঁচ ঘন্টার কম সময় লাগবে বলে জানানো হয়েছে। টিএফটি স্ক্রিনে ফিচার হিসেবে মিলবে অনবোর্ড নেভিগেশন, সাউন্ড সিস্টেম, ব্লুটুথ, কলিং অপশন ইত্যাদি।

মোট তিন রকমের মোড Komaki LY-এ উপলব্ধ – ইকো, স্পোর্টস ও টার্বো। অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে এতে উপস্থিত এলইডি ফ্রন্ট উইঙ্কার, ৩০০০-ওয়াট হাব মোটর/৩৮ অ্যাম্পিয়ার কন্ট্রোলার, পার্কিং অ্যাসিস্ট/ক্রুজ কন্ট্রোল, রিভার্স অ্যাসিস্ট। দুটি ব্যাটারি সম্মিলিতভাবে ১৬০-২০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ৫৫-৬০ কিলোমিটার।

Komaki Venice

প্রসঙ্গত, আগস্টে কোমাকি তাদের Venice ই-স্কুটারের আপডেট ভার্সন লঞ্চ করেছে। অতিরিক্ত বৈশিষ্ট্য হিসেবে এতে ডিটাচেবল অ্যাপ-ভিত্তিক LifePO4 স্মার্ট ব্যাটারি সংযোজিত হয়েছে। যা আগের চাইতে অধিক আগুন প্রতিরোধ করতে সক্ষম। কোম্পানির দাবি, এই ব্যাটারির সেলে আয়রনের উপস্থিতি থাকায় চরম পরিস্থিতিতেও এটি আগুনের থেকে সুরক্ষা প্রদান করবে। এখন মডেলটির দাম ১,৬৭,৫০০ টাকা থেকে শুরু হয়।

Komaki Venice-এর ব্যাটারিটি একটি পোর্টেবল চার্জার দ্বারা ০-৯০% চার্জ পাঁচ ঘন্টারও কম সময়ে করা যায়। ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে টিএফটি স্ক্রিন, যা নেভিগেশন, সাউন্ড সিস্টেম ও অন-রোড কলিংয়ের সুবিধা প্রদান করে।

Tags:    

Similar News