Tata Motors এর পথে হেঁটে এবার ভারতে মার্কিন গাড়ি সংস্থার কারখানা কিনে নিতে পারে Mahindra
সম্প্রতি গুজরাতের সানন্দে মার্কিন বহুজাতিক গাড়ি সংস্থা ফোর্ড (Ford)-এর কারখানা অধিগ্রহণ করেছে টাটা মোটরস (Tata Motors)। আসলে ফোর্ড ভারত থেকে ব্যবসা গোটানোর ফলে তাদের উৎপাদন কেন্দ্রের হাতবদল হয়েছে। এবার মহারাষ্ট্রের তালেগাঁও শহরে আরেক মার্কিন গাড়ি প্রস্তুতকারী জেনারেল মোটরস বা জিএম (GM)-এর কারখানা ভারতের মাহিন্দ্রা গোষ্ঠী (Mahindra) কিনে নেওয়ার সম্ভাবনা তৈরি হল। এই বিষয়ে দুই সংস্থার মধ্যে আলোচনা চলছে বলে সূত্রের দাবি।
প্রসঙ্গত, জিএমের কারখানাটি আগে চীনের গ্রেট ওয়াল মোটরসের অধিগ্রহণের কথা ছিল। কিন্তু দু'দেশের মধ্যে চলা ভূ-রাজনৈতিক অস্থিরতায় সেই পরিকল্পনা বাতিল হয়। এ দেশে গাড়ি বিক্রির সিদ্ধান্ত থেকে সরে আসে গ্রেট ওয়াল মোটরস। গত মাসে ভারতে তাদের সমস্ত কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়। প্রাথমিক ভাবে জিএমের ম্যানুফ্যাচকারিং প্ল্যান্টের আধুনিকীকরণ করে গাড়ি উৎপাদনের পরিকল্পনা নিয়েছিল তারা।
প্রসঙ্গত, ফোর্ডের কারখানা ৭২৫ কোটি টাকায় কিনেছে টাটা৷ সে তুলনায় অবশ্য অনেক কমে জিএমের প্রোডাকশন প্ল্যান্টের মালিকানা হাতে পেতে পারে মাহিন্দ্রা সূত্র বলছে, ৬০০ কোটি টাকায় চুক্তি হতে পারে। ইতিমধ্যেই কারখানা পরিদর্শনে তালেগাঁওয়ের উদ্দেশ্যে সংস্থার প্রতিনিধিরা বেড়িয়ে পড়েছেন বলেও শোনা যাচ্ছে। উল্লেখ্য, চাকানে মাহিন্দ্রার একটি কারখানা রয়েছে৷ তালেগাঁও থেকে যার দূরত্ব মেরেকেটে ২০ কিলোমিটার।
জেনারেল মোটর্সের কারখানা মুলত ইলেকট্রিক গাড়ি উৎপাদনের কাজে ব্যবহার করতে পারে তারা। ১৫ আগস্ট সংস্থাটি পাঁচটি ইলেকট্রিক ভেহিকেল কনসেপ্ট প্রকাশ্যে এনেছে। আবার ভারতের বাজারে তাদের প্রথম বৈদ্যুতিক এসইউভি সেপ্টেম্বরে লঞ্চ কতে চলেছে। সূত্রের খবর, বিদ্যুৎ চালিত গাড়ি তৈরির কারখানা গড়ার লক্ষ্যে জমির খোঁজে একাধিক রাজ্যের সাথে আলোচনা চালাচ্ছে মাহিন্দ্রা।