নতুন SUV কিনবেন? 3.5 লক্ষ টাকা অব্দি ডিসকাউন্ট এই সব গাড়িতে, রইল তালিকা

By :  SUMAN
Update: 2023-11-13 12:38 GMT

দীপাবলির পর্ব সদ্য মিটেলেও উৎসবের ঢেউয়ে আমজনতার মাতোয়ারা হয়ে ওঠার পর্ব এখনও বাকি। কারণ সামনেই ভ্রাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা। এরপর জগদ্ধাত্রী পুজো, ছট পুজো তো রয়েছেই। উৎসবের মরসুমে বিক্রি বাড়িয়ে নিতে একাধিক কোম্পানি নিজেদের এসইউভিতে লোভনীয় ডিসকাউন্ট দিচ্ছে। সর্বোচ্চ ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলছে বলে জানা গিয়েছে। এই মাস জুড়েই অফার বৈধ থাকবে। চলুন দেখে নিই কোন কোন এসইউভি কতটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।

Mahindra

মাহিন্দ্রা তাদের ইলেকট্রিক এসইউভি XUV400 EV-এ সর্বাধিক ৩.৫ লক্ষ টাকা বড়সড় ডিসকাউন্ট দেওয়ার কথা ঘোষণা করেছে। ESC সহ EL-এ চলছে ৩ লক্ষ টাকার এবং লোয়ার স্পেক EC ট্রিমে ১.৫ লক্ষ টাকার ছাড়। ক্রেতারা Mahindra XUV300 কিনলে এখন ১.২ লক্ষ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আবার Bolero-তে চলছে ৭০,০০০ টাকার বেনিফিট। বিভিন্ন মডেলের একাধিক ট্রিমে ডিসকাউন্ট চলছে।

Maruti Suzuki

বর্তমানে ভারতের যাত্রীবাহী গাড়ির বৃহত্তম সংস্থা হওয়ার দরুণ মারুতি সুজুকির দিকে চেয়ে থাকে অসংখ্য আগ্রহী ক্রেতা। বর্তমানে সংস্থাটি Jimny 4×4 SUV-তে সর্বোচ্চ ১ লাখ টাকার ডিসকাউন্ট দিচ্ছে।

Skoda

উৎসবের আবহে স্কোডা তাদের এদেশে বিক্রিত Kushaq ও Taigun-এ লোভনীয় ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে। Skoda Kushaq এখন ১.৫ লাখ টাকার ছাড়ে কেনা যাচ্ছে। যেখানে দ্বিতীয় মডেলটিতে চলছে ১ লাখ টাকা পর্যন্ত বেনিফিট।

Jeep

জিপ এদেশে তাদের জনপ্রিয় এসইউভি Compass গাড়িটিতে ১.৪৫ লক্ষ টাকা ছাড়ের অফার নিয়ে হাজির হয়েছে। তবে এটি কেবলমাত্র গাড়িটির 4WD ভ্যারিয়েন্টেই মিলছে। অন্যদিকে Jeep Meridian-এ ভ্যারিয়েন্ট অনুযায়ী ১-১.৩ লাখ টাকার ছাড় দিচ্ছে কোম্পানি।

Citroen

এই উৎসবের মরসুমে Citroen C5 Aircross কিনলে ২ লাখ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। যারা বিষয়টির সাথে অবগত নন তাদের জন্য জানিয়ে রাখি, গাড়িটি গত ২০২১ এ ভারতের প্রথম লঞ্চ হয়েছিল। গত বছর ফেসলিফ্ট ভার্সন হাজির করে কোম্পানি।

Hyundai

অফার ঘোষণা করার প্রতিযোগিতায় পিছিয়ে নেই হুন্ডাই। তবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি জনপ্রিয় এসইউভি-তে কোন ডিসকাউন্ট দিচ্ছে না। কেবল Hyundai Alcazar ১.৫ টার্বো ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ৩৫,০০০ টাকার ডিসকাউন্ট। আবার ডিলারদের তরফে সামান্য কিছু অফারে কেনা যাচ্ছে Creta গাড়িটি।

উল্লেখ্য, অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের অঙ্ক ভিন্ন হতে পারে। তাই গাড়ি কেনার আগে নিকটবর্তী শোরুমে অফারের বিষয়ে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফ।

Tags:    

Similar News