Mahindra Scorpio-N: মাথায় হাত ক্রেতাদের, পুজোর মুখে স্করপিওর দাম বাড়ল একধাক্কায়

By :  SUMAN
Update: 2023-09-19 11:41 GMT

সে যে কারণেই হোক, ভারতীয় অটোমোবাইল শিল্প বিগত কয়েক মাস ধরে ক্রমাগত মূল্যবৃদ্ধির শিকার হয়েই চলেছে। এ বছর বিভিন্ন মডেলের দাম একাধিকবার বেড়েছে। যার মধ্যে অন্যতম মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra & Mahindra)-র ফ্ল্যাগশিপ এসইউভি Scorpio-N। ইতিমধ্যেই এবছর দু’বার গাড়িটির দর বাড়িয়েছে কোম্পানি। পুজোর আগে ফের একবার দাম চড়ানো হল। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করা নতুন লিস্ট অনুযায়ী, Mahindra Scorpio-N-এর এন্ট্রি-লেভেল ম্যানুয়াল ট্রান্সমিশন মডেলটির দাম ১৩.২৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

তৃতীয়বারের জন্য Scorpio-N এর দাম বাড়ালো Mahindra

Mahindra Scorpio-N পাঁচটি ভ্যারিয়েন্টে অফার করা হয় – Z2, Z4, Z6, Z8 ও Z8L। এগুলির প্রতিটি পেট্রোল এবং ডিজেল উভয় ভার্সনে উপলব্ধ। ম্যানুয়াল ট্রান্সমিশন যুক্ত এন্ট্রি-লেভেল ডিজেল ভ্যারিয়েন্ট Z2-এর বর্তমানে কিনতে খরচ হবে ১৩.৭৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আবার এর টপ-স্পেক ডিজেল অটোমেটিক ট্রান্সমিশন ভ্যারিয়েন্ট Z8L 4WD-এর এখন মূল্য ২,০০০ টাকা বেড়ে হয়েছে ২৪.৫৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Scorpio-N এর টপ-এন্ড পেট্রোল অটোমেটিক ট্রান্সমিশন ভ্যারিয়েন্টের (৬-সিটার) দাম বেড়ে হয়েছে ২১.৭৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। Z4E 4WD ডিজেল ৭-সিটার ম্যানুয়াল ট্রান্সমিশন মডেলটির দাম সর্বোচ্চ ৮১,০০০ টাকা বেড়ে হয়েছে ১৮.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এর আগে জানুয়ারি এবং এপ্রিল মাসে গাড়িটির দর হাকিয়েছিল মাহিন্দ্রা।

Mahindra Scorpio-N-এর হুডের নিচে একটি ২.০ লিটার টার্বো চার্জ পেট্রোল ইঞ্জিন অফার করা হয়। গাড়িটি ৬-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক উভয় ট্রান্সমিশনে উপলব্ধ। আউটপুট ১৯৭ বিএইচপি এবং ৩৮০ এনএম। আবার গাড়িটি ২.২ লিটার ডিজেল ইঞ্জিনের সাথেও কেনা যায়। এটি থেকে ১৭৩ বিএইচপি এবং ৪০০ এনএম টর্ক উৎপন্ন হয়।

Tags:    

Similar News