Mahindra Scorpio জাত চেনাল, ক্র্যাশ টেস্টে ফাইভ স্টার পেয়ে এখন দেশের অন্যতম নিরাপদ গাড়ি
এসইউভি গাড়ির সুরক্ষার প্রসঙ্গ এলে দেশের সংস্থা টাটা মোটরস (Tata Motors) এবং মাহিন্দ্রা (Mahindra)-এর মডেলগুলির জুড়ি মেলা ভার। এবারে সদ্য লঞ্চ হওয়া Mahindra Scorpio-N-এর সেফটি রেটিংস প্রকাশ করল গ্লোবাল এনক্যাপ (Global NCAP)। তাতে দেখা গেছে এসইউভি (SUV) গাড়িটি পাঁচ তারার পূর্ণ নম্বর সহ ক্র্যাশ টেস্টে উত্তীর্ণ হয়েছে। যেখানে শিশু যাত্রীদের ক্ষেত্রে তিন তারার প্রাপ্তি ঘটেছে।
মাহিন্দ্রা লাইনআপে এটি হল তৃতীয় এসইউভি মডেল, যেটি ৫ তারার সুরক্ষার মানপত্র পেল। উল্লেখযোগ্য বিষয় হল, নতুন নিয়মে এর পরীক্ষা চালানো হলেও পূর্ণ নম্বর সহ পাশ করেছে মডেলটি। প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে ৩৪-এর মধ্যে এটি পেয়েছে ২৯.২৫। আবার খুদে যাত্রীদের সুরক্ষা ক্ষেত্রে ৪৮-এর মধ্যে প্রাপ্ত নম্বর ২৮.৯৪।
গ্লোবাল এনক্যাপ-এর তরফে জানানো হয়েছে মাহিন্দ্রা স্করপিও-এন চালক এবং যাত্রীদের ঘাড়ের নিরাপত্তার ক্ষেত্রে আশানুরূপ ফল দেখিয়েছে। তবে যাত্রীদের বুকের সুরক্ষার ক্ষেত্রে মোটামুটি নম্বর পেয়েছে। দুই পাশের ক্র্যাশ টেস্টে গাড়িটি ১৭-এর মধ্যে ১৬ পেয়েছে।
অন্যদিকে শিশু যাত্রীদের সুরক্ষায় ৪৮-এর মধ্যে ২৮.৯৩ পাওয়ায় তিন তারা জোগাড় করতে পেরেছে। সংস্থাটি গাড়ির মধ্যে ১৮ মাস এবং ৩ বছরের দুইজন শিশুর ডামি দিয়ে পরীক্ষা চালায়। তাতে ১২-এর মধ্যে ৪.৯৩ পেয়েছে।