পাশে Scorpio-কেও বামন মনে হবে, Mahindra আনতে চলেছে তাদের সবচেয়ে বড় SUV

By :  SUMAN
Update: 2023-04-22 13:13 GMT

বড় এসইউভি (SUV) নির্মাতা হিসাবে মাহিন্দ্রার (Mahindra) সুখ্যাতি সর্বজনবিদিত। XUV700-এর পর সংস্থার ঝুলিতে বড় চেহারার মডেল হিসেবে রয়েছে Scorpio-N। তবে জানেন কি সংস্থাটি এদের চাইতেও বড় এসইউভি লঞ্চের পরিকল্পনা করছে? জানেন কোন মডেলটির কথা বলা হচ্ছে? এটি হচ্ছে Bolero Neo Plus। যা Bolero Neo-র নাইন-সিটার ভার্সন। গাড়িটির প্রসঙ্গে কিছু তথ্য সামনে এসেছে। এখানে সেই নিয়েই আলোচনা করা হল।

Mahindra Bolero Neo Plus আপডেট

সম্প্রতি পুণের রাস্তায় কোনরকম ক্যামোফ্লেজ ছাড়া বোলেরো নিও প্লাস গাড়িটির টেস্টিং করতে দেখা গিয়েছে। ফাঁস হওয়া ছবিতে গাড়িটির সম্মুখের ডিজাইনে তেমন কোন বড়সড় পরিবর্তন নজরে পড়েনি। এটি কভার লোগোর রয়েছে। যা নতুন টুইন পিক লোগো হতে পারে। দুই পাশের ছবি থেকে এটি স্পষ্ট যে, তৃতীয় সারির জন্য গাড়িটির দৈর্ঘ্য বাড়ানো হয়েছে। পেছনের ডিজাইনটি অনেকটা গোলাকৃতি। সেখানে একটি ভিন্ন ডিজাইনার বাম্পার উপস্থিত। এছাড়া পেছনে একটি স্পেয়ার টায়ার সমেত টেলগেট দেওয়া হয়েছে। যা বোলেরো নিও-র থেকে ধার করা।

Mahindra Bolero Neo Plus স্পেসিফিকেশন

Bolero Neo Plus-এ যে Bolero Neo-এর চাইতেও বেশি ক্ষমতার ইঞ্জিনের প্রয়োজন তার বলার অপেক্ষা রাখে না। তাই এতে থাকতে পারে একটি ২.২ লিটার ডিজেল ইঞ্জিন। যা Scorpio এবং XUV700-এও রয়েছে। তবে ভিন্ন টিউনের মোটর থেকে ১৩০ বিএইচপি এবং ৩০০ এনএম টর্ক উৎপন্ন হবে। Bolero Neo-এর এতেও থাকছে না কোন অটোমেটিক গিয়ারবক্স বিকল্প। অফ-রোডিংয়ের সক্ষমতা বাড়াতে এতে দেওয়া হতে পারে এমটিটি টেকনোলজি।

Mahindra Bolero Neo Plus ফিচার্স

বোলেরো নিও প্লাস এর ইন্টেরিয়রের সাথে বোলেরো নিওর অনেকাংশেই মিল দেখা যাবে। যেমন তৃতীয় সারিতে দেওয়া হতে পারে হাম্প সিট। ফিচারের তালিকায় থাকছে একটি ৭.০ ইঞ্চি ইনফোটেনমেন্ট, ইঞ্জিন স্টার্ট-স্টপ, ম্যানুয়াল এয়ার কন্ডিশনিং, অল পাওয়ার উইন্ডো ইত্যাদি। সুরক্ষাজনিত ফিচারের তালিকায় দেখা মিলতে পারে, ডুয়েল এয়ারব্যাগ এবং এবিএস স্ট্যান্ডার্ড।

Mahindra Bolero Neo Plus লঞ্চের সময়কাল ও সম্ভাব্য দাম

বোলেরো নিও প্লাস লঞ্চের প্রসঙ্গে এখনই কিছু জানানো সম্ভব নয়। কারণ এদেশে গাড়িটির অফিসিয়াল টেস্টিং চালাতে এখনও দেখা যায়নি। আশা করা হচ্ছে, মাহিন্দ্রা তাদের বৃহত্তম এসইউভি মডেলটি এ বছরের শেষের দিকে বাজারে হাজির করতে পারে। এর দাম ১২ লক্ষ টাকা থেকে শুরু হবে বলে মনে করা হচ্ছে।

Tags:    

Similar News