Scorpio-র ডিজাইন এবার Mahindra XUV300 ফেসলিফ্টে? ঘটতে পারে অকল্পনীয় মেকওভার

By :  techgup
Update: 2023-05-29 07:01 GMT

আপকামিং Mahindra XUV300 ফেসলিফ্ট ভার্সনের ছবি প্রথম ধরা পড়ল ভারতে। তামিলনাড়ুর রাস্তায় গাড়িটির টেস্টিং করতে দেখা গিয়েছে। Tata Punch এবং সামনেই আগত Hyundai Exter এর প্রতিদ্বন্দ্বী হিসাবে আত্মপ্রকাশ করবে XUV300 এর আপডেটেড ভার্সনটি। সবচেয়ে বড় ব্যাপার হল নতুন মডেলটির ডিজাইন এবং স্টাইল বর্তমানের XUV300 এর থেকে বেশ খানিকটা ভিন্ন ধর্মী হতে চলেছে। যদিও পূর্বের মতোই একই প্ল্যাটফর্মে উপর ফেসলিফ্ট ভার্সন নির্মিত হবে। সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, XUV300 facelift মডেলে XUV700 এবং Scorpio N এর মতো স্টাইলিং দেখতে পাওয়া যাবে।

Mahindra XUV300 facelift এর টেস্টিং শুরু

প্রোটোটাইপ মডেলটি ক্যামোফ্লাজ করা থাকলেও, সামনের অংশ বিশেষ করে উইন্ডস্ক্রিন ও সম্মুখভাগের অংশে গত বছর উন্মোচিত মাহিন্দ্রার তিন কনসেপ্ট ইভির অনুপ্রেরণা লক্ষ্য করা যায়। পিছন দিকে লাগানো কাঁচের উপর "E20" জ্বালানির কথা উল্লেখ থাকায় স্পষ্ট যে, মডেলটি জীবাশ্ম জ্বালানি চালিত ইঞ্জিন থেকেই শক্তি সংগ্রহ করে। এছাড়া গাড়িটির সামনের এবং পিছনের দিকের নতুন ডিজাইন এক কথায় মাহিন্দ্রার তুরুপের তাস হিসাবেই গণ্য করা যায়। সামনের হেডলাইট ইউনিট এবং সামনের গ্রিল সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া দেখতে পাবো আমরা।

পিছনের অংশের ডিজাইনের কথা বলতে গেলে প্রথমেই নজরে আসে একটি এক ঢালা লম্বা টেলগেট, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে চলে গিয়েছে এলইডি স্ট্রিপ, রিফ্লেক্টর সমৃদ্ধ বড় বাম্পার, নাম্বার প্লেট হাউসিং এবং নব ডিজাইনের এলইডি। আগামীতে ভারতের বাজারে লঞ্চ হওয়ার পর এই গাড়িতে ব্রেক লাইট এবং উপর দিকে লাগানো স্পয়লার থাকার সম্ভাবনা রয়েছে।

মাহিন্দ্রা এক্সইউভি৩০০ ফেসলিফ্টের অন্দরমহলেও বেশ কিছু আপগ্রেডেশন থাকবে। যার মধ্যে উল্লেখযোগ্য নতুন ডিজাইনের ড্যাশবোর্ড, উন্নত যন্ত্রপাতি, খানিকটা বড় ইনফোটেনমেন্ট সিস্টেম (যা বর্তমান ভার্সানে অনুপস্থিত)। এর পাশাপাশি নানা ধরনের নিত্যনতুন ফিচার থাকার সম্ভাবনা প্রবল।

Mahindra XUV300 Facelift: সম্ভাব্য ইঞ্জিন স্পেসিফিকেশন

ফেসলিফ্ট এডিশনে বর্তমানের মডেলের মতো একই ধরনের ইঞ্জিন রাখা হবে মাহিন্দ্রার তরফ থেকে। এই মুহূর্তে ১.২ লিটারের টার্বো পেট্রোল, ১.২ লিটারের T-GDI টার্বো পেট্রোল এবং ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন অপশন রয়েছে গ্রাহকদের জন্য। ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন দুটি যথাক্রমে ১০৯ বিএইচসি শক্তি এবং ১২৮ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারে।

ডিজেল ইঞ্জিনটির পাওয়ার আউটপুট ১১৫ বিএইচপি। বাজারচলতি গাড়িতে স্ট্যান্ডার্ড হিসেবে সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের পাশাপাশি রয়েছে সিক্স স্পিড অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম। যদিও মাহিন্দ্রা এক্সইউভি৩০০ লঞ্চ হওয়ার পরে এতে অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশনের (AMT) পরিবর্তে টর্ক কনভার্টার দেখতে পাওয়া যেতে পারে।

Mahindra XUV300 Facelift: প্রধান বৈশিষ্ট্য

ভারতে৮.৪১ লাখ টাকা থেকে শুরু করে ১৪.১৪ লাখ টাকার (এক্স শোরুম) মধ্যেই কিনতে পাওয়া যায় Mahindra XUV300। সবচেয়ে বড় ব্যাপার হলো এই গাড়িটিতে গ্লোবাল এনক্যাপের তরফে ফাইভ স্টার সেফটি রেটিং দেওয়া হয়েছে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ছয়টি এয়ারব্যাগ, কর্নার ব্রেকিং কন্ট্রোল, ABS, EBD, ট্র্যাকশন কন্ট্রোল এই সমস্ত ফিচার এতে বিদ্যমান।

এছাড়া গাড়িটিতে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, ৭ ইঞ্চির টাচ স্ক্রিন যুক্ত ইনফোটেনমেন্ট সিস্টেম, অ্যাপেল কার প্লে, অ্যান্ড্রয়েড অটো, স্টিয়ারিং মোড, প্রজেক্টর হেডল্যাম্প, এলইডি ডিআরএল সহ নানা প্রয়োজনীয় ফিচার্স বর্তমান।

Mahindra XUV300 Facelift: প্রতিযোগী

ভারতের বাজারে সাব কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে প্রতিযোগিতা তীব্র। আপকামিং Mahindra XUV300 facelift এর মূল প্রতিপক্ষের তালিকায় থাকছে Hyundai Venue, Kia Sonet, Tata Nexon, Renault Kiger, Nissan Magnite, Maruti Suzuki Brezza এবং Honda WR-V।

Tags:    

Similar News