আর এক বছরেই XUV700-র বৈদ্যুতিক ভার্সন, Tata-কে টেক্কা দিতে Mahindra-র প্ল্যান রেডি
মাহিন্দ্রা (Mahindra) বৈদ্যতিক গাড়ির প্রতি বিশেষ নজর দিচ্ছে। আগামী ক'বছরে এই ধরনের একাধিক গাড়ি লঞ্চ করতে চলেছে তারা। গত বছর XUV400 EV মডেলটির হাত ধরে বৈদ্যুতিক SUV মার্কেটে পথ চলা শুরু করেছে মাহিন্দ্রা। যা XUV300-এর উপর ভিত্তি করে নির্মিত। এবার XUV700-এর ইলেকট্রিক ভার্সন আনার তোড়জোড় শুরু করেছে তারা। XUV.e8 নামে ওই গাড়িটি ২০২৪-এর শেষ বেলায় অফিশিয়ালি লঞ্চ হতে পারে বলে খবর। তার আগেই ভারতের রাস্তায় গাড়িটির টেস্ট ড্রাইভ করতে দেখা গিয়েছে।
Mahindra আনছে XUV700-এর ইলেকট্রিক ভার্সন
মাহিন্দ্রা তাদের এই ইলেকট্রিক এসইউভ Tata Harrier EV-র সাথে টক্কর নিতে তৈরি করছে বলে ধারণা। XUV700-এর সাথে XUV.e8-এর বাহ্যিক ডিজাইন ও ভেতরকার ফিচারের সাথে বেশ কিছু সাদৃশ্য নজরে পড়বে। এমনকি সামনের ডিজাইনেও সামঞ্জস্য থাকবে। তবে সামনে নতুন গ্রিলের সাথে দেওয়া হতে পারে নতুন হেডল্যাম্প।
উল্লেখযোগ্য ফিচার হিসাবে XUV.e8-এ থাকতে পারে নতুন ফ্লাশ ডোর হ্যান্ডেল, অ্যালয় হুইল ডিজাইন, এলইডি লাইটবার সহ নয়া ডিজাইনের বাম্পার। অনুমান করা হচ্ছে, এতে XUV400 EV-এর মতো কপার থিম ডিজাইন হাইলাইট দেওয়া হতে পারে। গাড়ডিটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং হুইলবেস হবে যথাক্রমে ৪,৭৪০ মিমি, ১,৯০০ মিমি, ১,৭৬০ মিমি ও ২,৭৬২ মিমি।
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, Mahindra XUV.e8 একটি ৮০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ও অল হুইল ড্রাইভ সিস্টেম সমেত আসবে। যা থেকে সর্বোচ্চ ২৩০ এইচপি ক্ষমতা এবং ৩৫০ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। ইতিমধ্যেই মাহিন্দ্রা নিশ্চিত করেছে তাদের এই গাড়িটি ২০২৪-এর শেষার্ধে বাজারে হাজির করা হবে। আবার আগামীতে এটির কুপ ভার্সন XUV.e9 লঞ্চ করবে সংস্থা।