Maruti Brezza CNG: সাড়ে 25 কিমির দুর্ধর্ষ মাইলেজ, দেশের সবচেয়ে জনপ্রিয় SUV নতুন ভার্সনে লঞ্চ হল

By :  techgup
Update: 2023-03-17 15:05 GMT

দেশের বিভিন্ন গাড়ির সিএনজি সংস্করণ চালু হতে দেখেছি আমরা। টাটা মোটরস (Tata Motors) এবং মারুতি সুজুকির (Maruti Suzuki) হাতে রয়েছে এমন একাধিক সিএনজি মডেল। আসলে পেট্রোল, ডিজেলের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি এবং পরিবেশ দূষণের ভয়ংকর পরিস্থিতিতে বিকল্প জ্বালানি হিসেবে এই প্রাকৃতিক গ্যাস অর্থাৎ সিএনজি প্রযুক্তি চালু করা হয়েছে এদেশে। তবে এতদিন পর্যন্ত ভারতবর্ষের কোন সাব-কমপ্যাক্ট এসইউভি মডেলের সিএনজি ভার্সন দেখতে পাওয়া যায়নি। সেই তালিকায় প্রথম নাম তুলল Maruti Suzuki Brezza।

ইন্দো-জাপানি সংস্থার এই গাড়িটি টাটা নেক্সনকে হারিয়ে বর্তমানে দেশের সর্বাধিক বিক্রিত এসইউভি বিক্রিত এসইউভি। তাই এই সেগমেন্টের প্রথম সিএনজি গাড়ি স্বাভাবিকভাবেই এক আলাদা তাৎপর্য বহন করে আনে। মারুতি সুজুকি ব্রেজা-তে রয়েছে মোট চারটি ভ্যারিয়েন্ট- LXi, VXi, ZXi এবং ZXi Dual Tone। সবকটি মডেলের জন্যই থাকবে সিএনজি কিট।

এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে মারুতি জানিয়েছে যে তাদের এই গাড়িটির সিএনজি মডেলে প্রতি কেজি গ্যাসে প্রায় ২৫.৫১ কিমি পথ চলা যাবে। এই গাড়িটির টপ মডেলের ইলেকট্রনিক সানরুফ দেওয়া হয়েছে। সেফটি ফিচার হিসেবে আছে ক্রুজ কন্ট্রোল। এছাড়াও স্মার্ট প্লে প্রো (SmartPlay Pro) ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে, স্টার্ট-স্টপ বোতাম সহ সমস্ত আধুনিক বৈশিষ্ট্য সবকিছুই উপলব্ধ এতে।

গতবছরেরই ব্রেজার আপডেটেড ভার্সন লঞ্চ করে মারুতি। এখনো পর্যন্ত ভারতবর্ষের সাব-কম্প্যাক্ট এসইউভির জগতে যথেষ্ট সুনাম অর্জন করেছে এটি। আপডেটের পরে সম্পূর্ণ নতুন এক্সটেরিয়ার ডিজাইন সহ বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়েছে এতে। ইঞ্জিন স্পেসিফিকেশনে নজর দিলে দেখা যাবে ব্রেজাকে চালিকাশক্তি যোগায় ১.৫ লিটারের ডুয়েল জেট, ডুয়েল VVT ইঞ্জিন, যা পেট্রোল দ্বারা চালিত অবস্থায় ১০৩ এইচপি শক্তি এবং ১৩৮ এনএম টর্ক উৎপন্ন করতে পারে।

তবে সিএনজি মোডে পাওয়ার এবং টর্ক আউটপুট কমে দাঁড়িয়েছে ৮৭ বিএইচপি এবং ১২১.৫ এনএম। তাছাড়াও অটোমেটিক এবং ম্যানুয়াল দুই ধরনের ট্রান্সমিশন সিস্টেম রয়েছে এতে। যদিও সিএনজি সংস্করণে কেবলমাত্র ম্যানুয়াল গিয়ার বক্স দেওয়া হয়েছে।

মারুতি সুজুকি ব্রেজা এর সিএনজি সংস্করণের বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ LXi মডেলটির এক্স শোরুম মূল্য ৯.১৪ লাখ টাকা। তবে ZXi ডুয়েল টোন ভ্যারিয়েন্ট কিনতে হলে খরচ হবে ১২.০৫ লাখ টাকা (এক্স শোরুম)। প্রসঙ্গত, মারুতি সুজুকির ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ১৪টি সিএনজি মডেল। যা দেশের সমস্ত গাড়ি নির্মাতাদের মধ্যে সর্বাধিক।

Tags:    

Similar News