Maruti Jimny: বর্ষা আসতেই বাম্পার ছাড়, 1.50 লক্ষ টাকা থেকে বেড়ে 2.50 লক্ষ টাকা সস্তা হল মারুতি জিমনি
মারুতি সুজুকি জিমনি গত বছর জুনে ভারতে লঞ্চ হয়েছিল। এই অফ-রোড গাড়িটি এখনও সেভাবে বাজারে জনপ্রিয় হতে পারেনি। বিক্রিও খুব কম। তাই ক্রেতা টানতে প্রতি মাসে গাড়িটিতে ঢালাও ডিসকাউন্ট দিয়ে থাকে মারুতির ডিলাররা। জুনে মাত্র ২৭৪টি জিমনি বিক্রি হয়েছে। তাই জুলাইতে ডিসকাউন্টের পরিমাণ বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা করা হয়েছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
জুলাইতে মারুতি জিমনিতে আড়াই লক্ষ টাকা ছাড়
সংবাদমাধ্যম সূত্রে খবর, স্টক খালি করতে এত ছাড় দিচ্ছে মারুতি। গত মাসে মারুতি সুজুকি নেক্সার তরফে ১.৫ লক্ষ টাকা বেনিফিট অফার করা হচ্ছিল। সেটা এই মাসে আরও ১ লক্ষ টাকা বাড়ানো হয়েছে। টপ মডেল আলফা ২.৫ লক্ষ টাকা ছাড়ে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। এই অফার ম্যানুয়াল ও অটোমেটিক উভয় ভ্যারিয়েন্টেই প্রযোজ্য।
মোট ডিসকাউন্টের মধ্যে ১ লক্ষ টাকা নগদ ছাড় আর বাকি ১.৫ লক্ষ টাকা মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্সের মাধ্যমে প্রোফোশনাল অফার হিসাবে দেওয়া হচ্ছে। অন্যদিকে, এন্ট্রি-লেভেল ট্রিম মারুতি জিমনি জেটা ২ লক্ষ টাকা ডিসকাউন্টের সঙ্গে উপলব্ধ। যার মধ্যে ১ লক্ষ টাকা নগদ ছাড় আর বাকিটা মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্স কাস্টমারদের জন্য। উল্লেখ্য, ছাড় বাদে গাড়িটির অন রোড দাম ১৪.৯১ লক্ষ থেকে ১৭.৪৭ লক্ষ টাকা পর্যন্ত।
মারুতি জিমনি একটাই ইঞ্জিন অপশনে উপলব্ধ। ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন থেকে ১০৩ বিএইচপি এবং ১৩৪.২ এনএম টর্ক পাওয়া যায়। বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট ডিসপ্লে, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, হিল হোল্ড অ্যাসিস্ট, হিল ডিসেন্ট কন্ট্রোল, রিয়ার পার্কিং ক্যামেরা ইত্যাদি।