Alto-WagonR-কে টেক্কা দিয়ে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই গাড়ি, নাম বলতে পারবেন?

By :  SUMAN
Update: 2023-10-13 14:40 GMT

উৎসবের মরসুমের আগের মাস অর্থাৎ সেপ্টেম্বরে ভারতের গাড়ির বাজারে একাধিক মডেল লঞ্চ হয়েছে। এর মধ্যেই গত মাসে ভারতে সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকা প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে, প্রথম পাঁচটি টপ মডেলের মধ্যে চারটিই হচ্ছে মারুতি সুজুকি (Maruti Suzuki)-র। তবে রাজমুকুট রয়েছে প্রিমিয়াম হ্যাচব্যাক Baleno-এর মাথায়। জনপ্রিয়তার দিক থেকে দেশে বিক্রিত সমস্ত গাড়িকে পেছনে ফেলেছে এটি। গাড়িটি চারটি ট্রিমে উপলব্ধ – Sigma, Delta, Zeta ও Alpha। ভ্যারিয়েন্টগুলির বর্তমান দাম ৬.৬১ লাখ‌ থেকে ৯.৮৮ লাখ টাকা (এক্স-শোরুম)। চলুন বেস্ট সেলিং গাড়ির লিস্টে বাকি মডেলগুলির নাম জেনে নেওয়া যাক।

Maruti Suzuki Baleno

সেপ্টেম্বরে ভারতে গাড়ির বাজারে মারুতি সুজুকির নেতৃত্ব বরাবরের মতো অজেয় রয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে Maruti Suzuki Baleno। আগের মাসে মোট ১৮,৪১৭ ইউনিট বিক্রি হয়েছে। যদিও এই সংখ্যাটি আগের ওই সময়ের (১৯,৩৬৯ ইউনিট) তুলনায় কিছুটা কম।

Maruti Suzuki WagonR

তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে একসময়কার সর্বাধিক বিক্রির তকমা পেয়ে আসা Maruti Suzuki WagonR। গেল মাসে মোট ১৬,২৫০ ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে এই হ্যাচব্যাক গাড়িটি। যদিও আগের বছরের সেপ্টেম্বরের (২০,০৭৮ ইউনিট) চাইতে এবারের বিক্রি ১৯% কমতে দেখা গেছে।

Tata Nexon

ফেসলিফ্ট লঞ্চের পর আবারও হারানো জমি ফিরে পেয়েছে Tata Nexon। সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকার তৃতীয় স্থান জায়গা পাওয়া ছাড়াও এটি দেশের বেস্ট-সেলিং এসইউভির তকমা জিতে নিয়েছে। আগের মাসে মোট ১৫,৩২৫ ক্রেতার হাতে নেক্সনের চাবি তুলে দিতে পেরেছে টাটা। আগের বছর ওই সময়ের তুলনায় এবারের বিক্রিতে ৬% আধিক্য লক্ষ্য করা গেছে। বর্তমানে টাটা নেক্সনের নতুন রেঞ্জের দাম ৮.১০ লাখ থেকে ১৩ লাখ টাকা (এক্স-শোরুম)।

Maruti Suzuki Brezza

সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকার চতুর্থ স্থান দখল করেছে Tata Nexon-এর মূল প্রতিপক্ষ Maruti Suzuki Brezza। গত মাসে ১৫,৫৪৪টি এই গাড়ি বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ আগের বছর সেপ্টেম্বরে ১৫,৪৪৫ ইউনটি বেচেছিল টাটা। ফলে এবারের বেচাকেনায় অগ্রগতি ঘটেছে ৩%। Brezza বর্তমান বাজারমূল্য ৮.২৯ লাখ থেকে ১৪.১৪ লাখ টাকা (এক্স-শোরুম)।

Maruti Suzuki Swift

তালিকার সর্বশেষ অর্থাৎ পঞ্চম স্থানাধিকারী মডেলটি হচ্ছে Maruti Suzuki Swift। আগের মাসে মোট ১৪,৭০৩ ক্রেতার নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে এটি। যা আগের বছর সেপ্টেম্বরের চাইতে ১,৯৮৮ ইউনিট বেশি। Maruti Suzuki Swift-এর বর্তমান দাম ৫.৯৯ লাখ থেকে ৯.০৩ লাখ টাকা (এক্স-শোরুম)।

Tags:    

Similar News