Toyota Rumion: আর্টিগা অতীত, পরিবারের সবার বসার জন্য বড় গাড়ি লঞ্চ করে টয়োটার চমক, দামও সস্তা

By :  SUMAN
Update: 2023-08-28 13:15 GMT

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ ভারতের বাজারে লঞ্চ হল Toyota Rumion। এটি Maruti Suzuki Ertiga MPV-এর রিব্যাজ ভার্সন। এদেশে গাড়িটির দাম ১০.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। মাল্টিপারপাস ভেহিকেল বা এমপিভি মডেলটি তিনটি ভ্যারিয়েন্ট এবং দুই ধরনের জ্বালানি বিকল্পে আনা হয়েছে। পেট্রোল এবং সিএনজি উভয় ভার্সনে কেনা যাবে Toyota Rumion। অটোমেটিক এবং ম্যানুয়াল, উভয় ট্রান্সমিশন অফার করা হয়েছে। তবে সিএনজি ট্রিম কেবলমাত্র ম্যানুয়াল ট্রান্সমিশনেই উপলব্ধ।

Toyota Rumion: দাম, বুকিং ও ডেলিভারি

Toyota Rumion -এর দাম ১০.২৯ লাখ থেকে ১৩.৬৮ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই বুকিং শুরু হয়েছে এবং ৮ সেপ্টেম্বর থেকে ডেলিভারি শুরু করবে বলে জানিয়েছে টায়োটা। ১১,০০০ টাকার বিনিময়ে সংস্থার নিকটবর্তী ডিলারশিপ অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করা যাচ্ছে।

Toyota Rumion: ইঞ্জিন ও মাইলেজ

সেভেন সিটার Toyota Rumion এমপিভি-তে দেওয়া হয়েছে একটি ১.৫ লিটার K-সিরিজ ইঞ্জিন। Toyota Neo Drive (ISG) টেকনোলজি উপলব্ধ রয়েছে এতে। আবার বেস ‘S’ ভ্যারিয়েন্টে সিএনজি বিকল্প অফার করেছে কোম্পানি। পেট্রোল ভার্সনের আউটপুট ১০৪.৩ বিএইচপি এবং ১৩৬.৮ এনএম টর্ক। ১ লিটার পেট্রলে ২০.৫১ কিলোমিটার মাইলেজ দেবে বলে দাবি করা হয়েছে। আবার সিএনজি ভার্সন থেকে উৎপন্ন হবে ৮৬.৬ বিএইচপি শক্তি এবং ১২১.৫ এনএম টর্ক। সিএনজি জ্বালানি ভার্সনের মাইলেজ ২৬.১১ কিলোমিটার/লিটার।

Toyota Rumion: ফিচার্স

Ertiga-এর রিব্যাজ ভার্সনে ফিচার হিসেবে দেওয়া হয়েছে ১৭.৭৮ সেমি স্মার্টপ্লে কাস্ট টাচস্ক্রিন অডিও সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে, Toyota i-Connect, ডুয়েল ফ্রন্ট ও ফ্রন্ট সিট সাইড এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, ইঞ্জিন ইমমোবিলাইজার, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, এলইডি টেলল্যাম্প, ব্যাক ডোর ক্রোম গার্নিশ, মেশিন টু-টোন অ্যালায় হুইল, উডেন ফিনিশ ড্যাশবোর্ড সহ ডুয়েল টোন এবং ডোর ট্রিম, ডুয়েল টোন ইন্টেরিয়ার, প্যাডেল শিফ্টার ও হিল হোল্ড অ্যাসিস্ট।

Tags:    

Similar News