Maruti Suzuki eVX: আসছে মারুতির প্রথম বৈদ্যুতিক গাড়ি, রেঞ্জ 550 কিমি, দাম কত হবে

By :  SUMAN
Update: 2024-02-03 12:35 GMT

বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে এখনও খাতাই খুলতে পারেনি মারুতি সুজুকি (Maruti Suzuki)। যেখানে প্রতিপক্ষ সংস্থাগুলি রমরমিয়ে নিজেদের ইলেকট্রিক গাড়ি বিক্রি করে চলেছে। তাই ইন্দো-জাপানি সংস্থাটি আর হাত গুটিয়ে বসে থাকতে নারাজ। তাই এবার ফের একবার নিজেদের প্রথম ইভি মডেলের উপর থেকে পর্দা সরালো সংস্থা। Maruti Suzuki eVX কোডনামের ইলেকট্রিক গাড়িটি নতুন দিল্লিতে আয়োজিত ‘ভারত মোবিলিটি এক্সপো ২০২৪’-এর মঞ্চে প্রদর্শন করা হয়েছে। এই বছরের মধ্যেই ভারতের বাজারে এটি লঞ্চ হবে বলে আশা করা যায়।

Maruti Suzuki eVX: স্পেসিফিকেশন

গত বছর জাপানের টোকিয়ো মোবিলিটি শো-তে উপস্থাপন হওয়ার পর এবারে ভারতেও অফিশিয়ালি দর্শন দিল Maruti Suzuki eVX। সব ঠিকঠাক চললে চলতি বছরের শেষের দিকে দেশের বাজারে লঞ্চ করবে মাঝারি আকারের এসইউভি গাড়িটি। ব্যাপকভাবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই মডেলটি বিদেশেও রপ্তানির পরিকল্পনা চলছে।

Toyota Urban SUV Concept-এর প্ল্যাটফর্ম 27PL-এর উপর ভিত্তি করে আসবে মারুতি সুজুকি ইভিএক্স। এটির দৈর্ঘ, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৪,৩০০ মিমি, ১,৮০০ মিমি ও ১,৬০০ মিমি। সংস্থা নিশ্চিত করেছে, ৬০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ আসবে এটি। যার সর্বোচ্চ ড্রাইভিং রেঞ্জ ৫৫০ কিলোমিটার।

Maruti Suzuki eVX : ফিচার্স

সাম্প্রতিক সময়ে ভারতের রাস্তায় টেস্টিং চলাকালীন Maruti Suzuki eVX-এর অনেক স্পাই ছবি ফাঁস হয়েছে। এটি সম্পূর্ণ ক্যামফ্লেজে মোড়ানো অবস্থায় দেখা দিলেও ফিচার্স ও টেকনোলজি সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। যেমন উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের তালিকায় থাকছে অল-এলইডি লাইটিং সেটআপ, কানেক্টেড-স্টাইল টেলল্যাম্প, অ্যাডাস, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ডুয়েল স্ক্রিন সেট আপ ইত্যাদি। eVX-এর দাম আনুমানিক ২০-২৫ (এক্স-শোরুম) লাখ টাকা রাখা হতে পারে।

Tags:    

Similar News