মধ্যবিত্তের মাথায় হাত, হঠাৎই দুই জনপ্রিয় গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করল Maruti
মধ্যবিত্তের উপর চাপ বাড়িয়ে ভারতের বাজারে জনপ্রিয় দুই গাড়ি কেনার খরচ বৃদ্ধির কথা ঘোষণা করল মারুতি সুজুকি (Maruti Suzuki)। সংস্থা তাদের বেস্ট সেলিং হ্যাচব্যাক Swift এবং এসইউভি Grand Vitara-র কয়েকটি বাছাই করা ভ্যারিয়েন্টের দাম বাড়িয়েছে। 10 এপ্রিল, 2024 থেকেই কার্যকর হয়েছে এই নতুন মূল্য।
Maruti Swift ও Grand Vitara গাড়ির দাম বাড়ল
এতদিন Maruti Suzuki Swift কিনতে 5.99 লক্ষ থেকে 9.03 লক্ষ টাকা খরচ পড়ত, সেখানে এখন গাড়িটির দাম 25,000 টাকা বেড়েছে। আবার Grand Vitara গাড়ির Sigma-র এতদিন দাম ছিল 10.80 লাখ থেকে 20.09 লাখ টাকা। এই মূল্য এবার 19,000 টাকা বর্ধিত হয়েছে।
দাম বাড়ার কারণ সম্পর্কে বিশদে কিছু জানায়নি মারুতি সুজুকি। নির্দিষ্ট সময় অন্তর নিয়মমাফিক মূল্য খতিয়ে দেখে তা বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে, গত মাস অর্থাৎ মার্চ, 2024 এ মারুতি মোট 15,728টি সুইফ্ট বিক্রি করেছে।
জানিয়ে রাখি, আগের মাসে সর্বাধিক বিক্রিত প্রথম দশটি প্যাসেঞ্জার ভেহিকেলের তালিকার পঞ্চম স্থান দখল করেছে Swift। আর সেই তালিকার ত্রয়োদশ স্থান অর্জন করেছে Grand Vitara। মার্চ মাসে মোট 11,232 ইউনিট বিক্রি হয়েছে এটি।