একঝলক দেখতে ভিড় জমছে, লঞ্চের আগে Maruti-র নতুন গাড়ি চলে এল শোরুমে
বর্তমানে মারুতি সুজুকি (Maruti Suzuki)-র তরফে সর্বাধিক আকাঙ্ক্ষিত গাড়ি হল Fronx ও পাঁচ দরজা বিশিষ্ট Jimny। এবছর অটো এক্সপো-তে উভয় মডেলেরই প্রদর্শন করা হয়েছিল। এবারে অফ-রোড মডেলটির সম্পর্কে চমকপ্রদ খবর সামনে এল। যা জিমনিপ্রেমীদের তৃষ্ণা বেশ কিছুটা পূরণ করবে। লঞ্চের আগেই মারুতি সুজুকির নেক্সা শোরুমে দেখা মিলল গাড়িটির। দেশের সমস্ত শোরুমেই এটি পৌঁছানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করেছে ইন্দো-জাপানি সংস্থাটি। এবারে গাড়িটির লঞ্চ কেবল ঘোষণার অপেক্ষা। তবে Jimny-র আগে Fronx লঞ্চ হবে।
Maruti Suzuki Jimny ভ্যারিয়েন্ট এবং ফিচার্স
কেবলমাত্র নেক্সা শোরুম থেকে উপলব্ধ হতে চলা Jimny দুটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে – Zeta ও Alpha। এই দুই ট্রিম ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে কেনা যাবে। গাড়িটির আল্ফা ট্রিমের সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে। এবং টপ-ট্রিমটি আগে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
গাড়িটির ফিচারের তালিকায় থাকছে ছয়টি এয়ারব্যাগ, ব্রেক লিমিটেড স্লিপ ডিফারেন্সিয়াল, হিল হোল্ড এবং হিল ডিসেন্ট কন্ট্রোল, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সহ একটি টাচস্ক্রিন, ৪-স্পিকার মিউজিক সিস্টেম, একটি ৪×৪ হুইল ড্রাইভ।
আলফা ভ্যারিয়েন্টে অতিরিক্ত ফিচারের তালিকায় ফগল্যাম্প সহ এলইডি হেডলাইট, একটি হেডলাইট ওয়াসার, ১৫-ইঞ্চি অ্যালয় হুইল, ডার্ক গ্রীন টিন্টেড গ্লাস, একটি বৃহত্তর ৯ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, পুশ স্টার্ট/স্টপ বাটন এবং লেদারে মোড়ানো স্টিয়ারিং হুইলের দেখা মিলবে।
Maruti Suzuki Jimny ইঞ্জিন এবং ট্রান্সমিশন
Jimny একটি ইঞ্জিন অপশনে বেছে নেওয়া যাবে – ১.৫ লিটার K15B ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল পাওয়ার ট্রেন। যার আউটপুট ১০৩ বিএইচপি এবং ১৩৪.২ এনএম টর্ক। গাড়িটি ৪-স্পিড ম্যানুয়াল অথবা ৫-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশনে কেনা যাবে। আবার গাড়িটি ২ হুইল ড্রাইভ হাই, ৪ হুইল ড্রাইভ হাই এবং ৪ হুইল ড্রাইভ লো বিকল্পে বেছে নেওয়া যাবে।
Maruti Suzuki Jimny সম্ভাব্য দাম
Maruti Suzuki Jimny-এর দাম কত রাখা হবে তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। অনুমান করা হচ্ছে এর দাম ১০-১১ লক্ষ টাকা থেকেই শুরু হবে। ভারতের বাজারে ৫ দরজা বিশিষ্ট গাড়িটির প্রত্যক্ষ প্রতিপক্ষ নেই বললেই চলে। তবে Force Motors এবং Mahindra ৫ দরজা বিশিষ্ট Gurkha এবং Thar তৈরির কাজে হাত লাগিয়েছে।