Maruti Jimny: থারকে জোর ধাক্কা, নববর্ষের আগে 2 লক্ষ টাকা সস্তায় হাজির নতুন মারুতি জিমনি থান্ডার

By :  SUMAN
Update: 2023-12-02 08:24 GMT

নতুন বছরে আনন্দ দ্বিগুণ করতে আজ মারুতি সুজুকি (Maruti Suzuki) চুপিসারে স্পেশাল এডিশন Jimny লঞ্চের ঘোষণা করল। যার নাম Thunder Edition। ক্রেতাদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হল স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় এটি প্রায় ২ লক্ষ টাকা সস্তা। স্পেশাল এডিশন মডেলটির দাম ১০.৭৪ লক্ষ টাকা থেকে শুরু করে ১৪.০৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। যদিও এই কমদামী এদিশনটি নির্দিষ্ট সময়ের জন্য স্টকে থাকবে বলে জানানো হয়েছে।

Maruti Suzuki Jimny Thunder Edition লঞ্চ হল

মারুতি সুজুকি জিমনি থান্ডার এডিশন Zeta ও Alpha দুই ভ্যারিয়েন্টেই লঞ্চ হয়েছে। আপডেট হিসেবে বাইরে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। যেমন গার্নিশ ওআরভিএম, ফ্রন্ট স্কিড প্লেট, ফ্রন্ট ও রিয়ার ফেন্ডার। এছাড়া রয়েছে ডোর ক্ল্যাডিং ও ডোর ভাইজর। এই এলিমেন্টগুলি গাড়িটির স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের সাথে অপশনাল অ্যাক্সেসরিজ হিসেবে বেছে নেওয়া যায়। এছাড়া নতুনত্ব বলতে গাড়িটির দুই পাশে রয়েছে মাউন্টেন গ্রাফিক্স।

Maruti Suzuki Jimny Thunder Edition-এর পাওয়ার ট্রেনে কোনরকম রদবদল ঘটানো হয়নি। আগের মতই একটি ১.৫ লিটার, ৪ সিলিন্ডার, কে-সিরিজ ইঞ্জিনে ছুটবে গাড়িটি। এটি থেকে সর্বোচ্চ ১০৩ বিএইচপি এবং ১৩৪ এনএম টর্ক উৎপন্ন হবে। ৫-গতির ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে ৪-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশনেও বেছে নেওয়া যাবে গাড়িটি।

ভারতে নেক্সা ডিলারশিপের মাধ্যমে বিক্রিত Maruti Suzuki Jimny অফ-রোডিংয়ের জন্য সুপরিচিত। আন্তর্জাতিক বাজারে এর থ্রি-ডোর ভার্সন বিক্রি হয়। ভারতে পাঁচ দরজার ভার্সনটি উপলব্ধ। দেশের বাজারে গাড়িটির প্রধান প্রতিপক্ষ হিসাবে রয়েছে Mahindra Thar ও Force Gurkha।

Tags:    

Similar News