ভারতে আগামী দু’এক মাসের মধ্যে একাধিক সংস্থার নতুন গাড়ি লঞ্চ হতে চলেছে। যার মধ্যে অন্যতম দেশের বৃহত্তম প্যাসেঞ্জার ভেহিকেল নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki)। সংস্থাটি বর্তমানে পরপর দুটি নতুন এসইউভি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। যার মধ্যে রয়েছে – Fronx ও পাঁচ দরজা বিশিষ্ট Jimny। সব ঠিকঠাক চললে গাড়ি দুটি যথাক্রমে এপ্রিল ও মে’তে লঞ্চ হবে। অন্যদিকে কিয়া (Kia) তাদের বহু প্রতীক্ষিত Seltos facelift লঞ্চের জন্য মুখিয়ে রয়েছে। এই প্রতিবেদনে শীঘ্রই এদেশে লঞ্চ হতে চলা পাঁচটি মডেল সম্পর্কে আলোচনা করা হল।
Maruti Suzuki Fronx
কম্প্যাক্ট এসইউভি ক্যুপ হিসেবে বাজারে পদার্পণ করতে চলেছে Maruti Suzuki Fronx। জানুয়ারিতে অটো এক্সপো ২০২৩-এ উন্মোচিত হয়েছিল গাড়িটি। এটি সংস্থার প্রিমিয়াম হ্যাচব্যাক Baleno-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। দুই ধরনের ইঞ্জিনের বিকল্পে বেছে নেওয়া যাবে গাড়িটি – ১.২ লিটার NA পেট্রোল এবং ১.০ লিটার থ্রি-সিলিন্ডার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন। আবার ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে উপলব্ধ এটি। Grand Vitara-র ডিজাইনের সাথে মিল রয়েছে এর। তবে ফিচারগুলি Baleno-র থেকে ধার করা হতে পারে।
Maruti Suzuki Jimny
অফ-রোডার Maruti Suzuki Jimny মে, ২০২৩-এ লঞ্চ হতে চলেছে। পাঁচ দরজা বিশিষ্ট এসইউভি-টির বিশ্ববাজারে বিক্রিত মডেলটি তিন দরজা সহ বেছে নেওয়া যায়। গাড়িটিতে থাকছে একটি ১.৫ লিটার ফোর সিলিন্ডার K15B পেট্রোল ইঞ্জিন। যেটি ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং একটি স্ট্যান্ডার্ড ফোর হুইল ড্রাইভ সিস্টেম সহ ৪-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনে উপলব্ধ।
MG Comet
শীঘ্রই ভারতের ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় ক্ষুদ্রতম মডেল হিসেবে পদার্পণ করতে চলেছে MG Comet। দুই দরজা বিশিষ্ট মডেলটি ইন্দোনেশিয়ার বাজারে Wuling Air EV নামে বিক্রি হয়। এই পুঁচকে ইলেকট্রিক হ্যাচব্যাক মডেলটিতে থাকছে একটি ২০ থেকে ২৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। সম্পূর্ণ চার্জে যেটি ৩০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। এর দাম ১০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।
Kia Seltos Facelift
দক্ষিণ কোরিয়ার সংস্থা কিয়া (Kia) ২০২৩-এর মাঝামাঝি সময়ে তাদের বেস্ট-সেলিং গাড়ি Seltos-এর ফেসলিফ্ট ভার্সন হাজির করতে চলেছে। গাড়িটির সম্মুখ এবং পেছনের অংশের ডিজাইনে নতুনত্ব নজরে পড়বে। এটি একটি ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনে ভর করে ছুটবে। যা থেকে ১৬০ পিএস শক্তি এবং ২৫৩ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়িটি ADAS ফিচার সমেত আসতে পারে।
Lexus RX
ভারতের প্যাসেঞ্জার ভেহিকেলের বাজারে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Lexus RX। এটি শক্তিশালী হাইব্রিড ২.৫ লিটার পেট্রোল ইঞ্জিন সমেত হাজির হবে। নতুন প্রজন্মের মডেলটি আগের চাইতে আকার আকৃতিতেও বড় হবে। আন্তর্জাতিক বাজারে বিক্রিত মডেলের ডিজাইনার সাথে ভারতীয় ভার্সনটির অনেকাংশেই মিল লক্ষ্য করা যাবে। এর ফিচারের তালিকায় দেখা মিলতে পারে একটি ওয়ারলেস চার্জার এবং ১৪ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম।