Maruti Suzuki-র বিজয়রথ অপ্রতিরোধ্য গতিতে ছুটছে, এক বছরে সর্বোচ্চ গাড়ি বিক্রির রেকর্ড

By :  SUMAN
Update: 2023-04-02 11:58 GMT

ভারতের যাত্রীবাহী গাড়ির বৃহত্তম ব্র্যান্ড মারুতি সুজুকি (Maruti Suzuki)-র মার্চের বিক্রিতে জয়জয়কার। সংস্থাটি ঘোষণা করেছে গত মাসে তারা ১,৭০,০৭১টি নতুন গাড়ি বিক্রি করেছে। যার মধ্যে শুধু দেশের বাজারে বিক্রিত গাড়ির সংস্থা ১,৩৬,৭৮৭ ইউনিট। এছাড়া অন্যান্য সংস্থার কাছে বিক্রি করেছে ৩,১৬৫টি মডেল এবং রপ্তানি হয়েছে ৩০,১১৯ ইউনিট।

Maruti Suzuki-র বেচাকেনার পরিসংখ্যান

মার্চে ইন্দো-জাপানি সংস্থাটি বেশিরভাগ কম্প্যাক্ট মডেল বিক্রি করেছে। যেগুলি হল – Beleno, Celerio, Ignis, Tour S, Swift এবং Dzire। ২০২২-২৩ অর্থবর্ষেও সংস্থাটিকে সেমিকন্ডাক্টর চিপের অপ্রতুলতার সম্মুখীন হতে হয়েছে। তবে তারা জানিয়েছে, উৎপাদনে এর প্রভাব যতটা সম্ভব কম পড়তে দেওয়ার চেষ্টা চালাবে।

২০২২-২৩ অর্থবর্ষে মারুতি সুজুকি এখনও পর্যন্ত সর্বাধিক বিক্রির রেকর্ড স্পর্শ করেছে। যার পরিমাণ – ১৯,৬৬,১৬৪ ইউনিট। এরমধ্যে শুধু ভারতের বাজারেই তারা বেচেছে ১৬,৪৪,৮৭৬ ইউনিট। ২০২১-২২-এর তুলনায় বিক্রিতে ২০.৫% উত্থান ঘটতে দেখা গেছে। এছাড়া, আগের অর্থবছরে মারুতি সুজুকির অন্যান্য সংস্থাকে ৬১,৯৯৫ ইউনিট বিক্রি করেছিল এবং রপ্তানির জন্য পাঠিয়েছিল ২,৫৯,৩৩৩টি ভেহিকেল।

Maruti Suzuki-র কোন মডেল কেমন বিক্রি হয়েছে

মারুতি সুজুকির মিনি সেগমেন্টের গাড়ি যেমন – Alto S-Presso, সম্মিলিতভাবে গত মাসে ১৫,৪৯১ ইউনিট বিক্রি হয়েছে। আবার কম্প্যাক্ট ভেহিকেলের ক্ষেত্রে এই সংখ্যাটি ৮২,৩১৪ ইউনিট। সেডান মডেল Ciaz বিক্রি হয়েছে ১,৩৮৪ ইউনিট। যেখানে এটি আগের বছর মাত্র ৩০০ ইউনিট বিক্রি হয়েছিল। আবার ইউটিলিটি ভেহিকেলের বিক্রিবাটা হয়েছে ২৫,০০১ ইউনিট। এই সেগমেন্টের গাড়িগুলি হল – Grand Vitara, Brezza, S-Cross, XL6 এবং Ertiga। আর মার্চে Eeco ভ্যানের বেচাকেনা ১১,৯৯৫ থেকে কমে ৯,২২১ ইউনিট হয়েছে।

Maruti Suzuki Fronx ও Jimny আসছে

বর্তমানে মারুতি সুজুকি তাদের দুটি গাড়ি লঞ্চের জন্য চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিচ্ছে – Fronx ও Jimny। প্রথমটি চলতি মাসেই লঞ্চ হবে। দ্বিতীয়টি আসবে আগামী মাসে। উভয় মডেলই বছর অটো এক্সপো-তে প্রদর্শিত হয়েছিল। Fronx গাড়িটি সংস্থার লাইনআপে Baleno ও Brezza-র মধ্যবর্তী স্থানে অবস্থান করবে।

যেখানে পাঁচ দরজা বিশিষ্ট Jimny অফ-রোডিং বৈশিষ্ট্য সমেত আসবে। এটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে – একটি ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং অপরটি ৪-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশান বিকল্পে। চালিকাশক্তি জোগতে থাকছে একটি ১.৫ লিটার, ফোর সিলিন্ডার ইউনিট। যার আউটপুট ১০৩ বিএইচপি এবং ১৩৪ এনএম টর্ক।

Tags:    

Similar News