একের পর এক নতুন SUV লঞ্চ করে টেক্কা, এপ্রিলে মারুতির 1.60 লাখ গাড়ি বিক্রি হল
ভারতের এসইউভি (SUV) গাড়ির বাজারে উত্তরোত্তর চাহিদা বাড়তে দেখা যাচ্ছে। মারুতি সুজুকি (Maruti Suzuki) যেক্ষেত্রে Brezza ও Grand Vitara-র মতো গাড়িগুলির জনপ্রিয়তার কাঁধে ভর করে দিব্যি এগিয়ে চলেছে। আবার এই সেগমেন্টে সদ্য লঞ্চ হয়েছে Maruti Suzuki Fronx। এ মাসেই আবার আসতে চলেছে পাঁচ দরজা বিশিষ্ট Jimny গাড়িটি। এহেন পরিস্থিতিতে ইন্দো জাপানি সংস্থাটি এপ্রিলে এসইউভি গাড়ির বিক্রি বৃদ্ধির কথা ঘোষণা করল। গত মাসে তারা মোট ১,৬০,৫২৯ ইউনিট এসইউভি বিক্রি করেছে। তুলনাস্বরূপ আগের বছর ওই সময়ে বেচাকেনা হয়েছিল ১,৫০,৬৬১ ইউনিট।
Maruti Suzuki-র SUV গাড়ির বিক্রি বাড়লো
২০২২-এর এপ্রিলের তুলনায় বিক্রি বৃদ্ধি পেলেও ২০২৩-এর মার্চের তুলনায় ৯,৫৪২ ইউনিট বেচাকেনা কমতে দেখা গেছে। এদিকে মারুতি সুজুকি, ছোট এবং হ্যাচব্যাক গাড়ির সেগমেন্ট থেকে ব্যাপক চাহিদা পেয়ে থাকে। এক্ষেত্রে তাদের অন্যতম জনপ্রিয় মডেলগুলি হল – Alto K10 ও WagonR। পাশাপাশি ইউটিলিটি ভেহিকেল হিসাবে Baleno, Brezza, Ertiga, XL6-এর চাহিদাও নেহাত কম নয়।
সম্প্রতি মারুতি সুজুকি তাদের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অনাকাঙ্খিত বিক্রি বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করেছে। তারা এও জানিয়েছে যে, এদেশে গাড়ির উৎপাদন প্রতি বছর ১০ লক্ষ ইউনিট পর্যন্ত বাড়ানোর ক্ষেত্রে বোর্ডের থেকে অনুমোদন পেয়েছে। এদিকে গাড়ির চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় জোগান-শৃঙ্খলে সমস্যা দেখা দিয়েছিল। যদিও মারুতি তা কাটিয়ে উঠতে সমর্থ হয়েছে।
Toyota Innova-র রিব্যাজ ভার্সন আনতে চলেছে Maruti Suzuki
সংস্থার পরবর্তী উল্লেখযোগ্য লঞ্চ হিসেবে এ বছর অটো এক্সপো-তে প্রদর্শিত পাঁচ দরজা বিশিষ্ট Jimny গাড়িটি মে মাসেই আনতে চলেছে মারুতি সুজুকি। আবার Toyota Innova Crysta-এর উপর ভিত্তি করে মারুতি একটি প্রিমিয়াম গাড়ি আনতে চলেছে। বর্তমানে এটি ঘিরেই জল্পনা তুঙ্গে। স্ট্রং হাইব্রিড টেকনোলজি সহ আসতে পারে গাড়িটি।