দমদার মাইলেজ সহ আধুনিক ফিচার্স, পুজোর বাজার কাঁপাতে লঞ্চ হল Maruti Wagon R Waltz এডিশন
ভারতের বৃহত্তম প্যাসেঞ্জার ভেহিকেল নির্মাতা Maruti Suzuki আজ Wagon R Waltz Edition লঞ্চের ঘোষণা করেছে। ফেস্টিভ সিজন উপলক্ষেই এই নতুন মডেল নিয়ে এসেছে ইন্দো-জাপানি সংস্থাটি। গাড়িটির দাম রাখা হয়েছে ৫.৬৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ওয়াগন আর-এর LXi, VXi, ও ZXi ভ্যারিয়েন্টে নয়া এডিশনটি উপলব্ধ।
স্ট্যান্ডার্ড মডেলের সঙ্গে তুলনা করলে Maruti Suzuki Wagon R Waltz Edition অতিরিক্ত কসমেটিক অ্যাক্সেসরিজ পেয়েছে। যেমন বাম্পার প্রটেক্টর, হুইল আর্চ ক্ল্যাডিং, সাইড বডি মোল্ডিং, সাইড স্কার্ট, সিট কভার, ডিজাইনার ফ্লোর ম্যাট এবং ক্রোম গার্নিশ গ্রিল। জানিয়ে রাখি, ১৯৯৯ সালে ভারতে লঞ্চ হওয়ার পর থেকে দেশে ৩২.৫ লক্ষ ওয়াগন আর বিক্রি হয়েছে।
ফিচার্সের কথা বললে, গাড়িটির নতুন এডিশনে ফগ ল্যাম্প, একটি ৬-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্পিকার, সিকিউরিটি সিস্টেম এবং রিভার্স পার্কিং ক্যামেরা পাওয়া যাবে। এই ভ্যারিয়েন্ট মারুতির বিপুল জনপ্রিয় হ্যাচব্যাকটিতে ৬৫,৬৫৪ টাকা পর্যন্ত মূল্যের অ্যাক্সেসরিজ ও বৈশিষ্ট্য যোগ করেছে।
আরও পড়ুন : Hero Xpulse 400: বাজার মাতাবে হিরোর নতুন 400 সিসির এক্সপালস, শক্তিতে টেক্কা দেবে সমস্ত বাইকদের
ওয়াগন আর-এর সমস্ত পাওয়ারট্রেন অপশন Waltz সংস্করণে দেওয়া হচ্ছে। ক্রেতারা ম্যানুয়াল এবং AMT গিয়ারবক্স অপশনের সঙ্গে ১.০ লিটার কে১০ এবং ১.২ লিটার কে১২ পেট্রোল ইঞ্জিনের মধ্যে Wagon R Waltz Edition বেছে নিতে পারবেন। আবার ১.০ লিটার পেট্রল ইঞ্জিন সহ বাই-ফুয়েল CNG ভার্সনেও উপলব্ধ গাড়িটি। পেট্রল ও সিএনজি সংস্করণের মাইলেজ যথাক্রমে ২৫.১৯ কিমি ও ৩৩.৪৮ কিমি।