Electric Car: কোম্পানির দাবি 230 কিমি, কিন্তু বাস্তবে কত? ইলেকট্রিক গাড়ির আসল মাইলেজ শুনলে চমকে যাবেন
ভারতের সবচেয়ে সস্তার ইলেকট্রিক গাড়ি হিসেবে লঞ্চ হয়েছিল MG Comet EV। দেশের সবথেকে ছোট এই ইভি সম্পূর্ণ চার্জে ইকো মোডে ২৩০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করে সংস্থা। তবে সম্প্রতি অটোকার ইন্ডিয়া গাড়িটির আসল মাইলেজ জানতে একটি পরীক্ষা চালায়। যা অবাক করার মতো তথ্য সামনে এনেছে। জানা গিয়েছে, কোম্পানির দাবি আর বাস্তবিক রেঞ্জের মধ্যে প্রায় ৩৭ কিলোমিটারের ফারাক।
MG Comet EV-এর বাস্তবিক রেঞ্জ ১৯৩ কিলোমিটার
অটোকার ইন্ডিয়া পরীক্ষা করে জানিয়েছে, এমজি কমেট ইভি, ইকো মোডে প্রতি কিলোওয়াট আওয়ারে ১১.১৭ কিলোমিটার এফিশিয়েন্সি দেখিয়েছে। যেখানে এর ১৭.৩ কিলোওয়াট আওয়ার এলপিএফ ব্যাটারি থেকে ১৯৩ কিলোমিটার রেঞ্জ মিলেছে। ইকো মোডে কমেট ইভি-র সর্বোচ্চ গতিবেগ ৮১ কিলোমিটার/ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল।
ইকো ছাড়া MG Comet EV-তে নরমাল এবং স্পোর্টস মোড উপলব্ধ। স্পোর্টস মোডে গাড়িটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১০১ কিলোমিটার। তবে ইকোর তুলনায় এই সব মোডে রেঞ্জ আরও কম মেলে। চালকের সামনে থাকা মাল্টি ইনফরমেশন ডিসপ্লেতে ব্যাটারিতে অবশিষ্ট চার্জে কত কিলোমিটার পথ ছোটা যাবে, তা ভেসে উঠতে দেখা গেছে। ফুল চার্জ থাকলে এটি সম্ভাব্য ২০০ কিলোমিটার রেঞ্জ দেখায়।
প্রসঙ্গত, MG Comet EV-এর প্রতিপক্ষ হিসাবে ভারতের বাজারে রয়েছে Tata Tiago EV ও Citroen eC3। Comet EV-এর ইফিশিয়েন্সি যেখানে প্রতি কিলোওয়াট আওয়ারে ১১.৭১ কিলোমিটার, সেখানে Tiago EV ও eC3-এর ক্ষেত্রে এর পরিমাণ যথাক্রমে ৭.৭৭ কিলোমিটার/কিলোওয়াট আওয়ার ও ৭.৮ কিলোমিটার/কিলোওয়াট আওয়ার। তাই এক্ষেত্রে গাড়িটি প্রতিপক্ষদের থেকে এগিয়ে আছে বলা যায়।