Tata-র থেকেও সস্তায় ভারতে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে MG Motor, দাম শুনলে অবাক হবেন

By :  SUMAN
Update: 2022-07-30 08:39 GMT

প্রথাগত জ্বালানি পরিচালিত গাড়ির চেয়ে ইলেকট্রিক গাড়ির দাম বেশি বলে এখনও তা দেশের অধিকাংশ মানুষের ধরাছোঁয়ার বাইরে। ১০ লাখের নীচে বিকল্প তো নেই, এমনকি এই ধরনের গাড়ির বাজারে সর্বাধিক সুনাম অর্জন করা টাটা মোটরস (Tata Motors)-এর সর্বনিম্ন বিদ্যুৎ চালিত মডেলের মূল্য ১৩ লাখের বেশি। এদিকে বৈদ্যুতিক গাড়ি বাজারে তাদের প্রতিদ্বন্দ্বী এমজি মোটর (MG Motor)৷ আকাশছোঁয়া দামেই বিক্রি হয় তাদের ই-কার। তবে জনপ্রিয়তা বাড়াতে এবার অপেক্ষাকৃত সস্তায় এ দেশে বৈদ্যুতিক গাড়ি লঞ্চের ঘোষণা করল সংস্থাটি। দাম নিয়েও আভাস দিয়েছে তারা।

এমজি মোটর ইন্ডিয়ার সভাপতি এবং ম্যানেজিং ডিরেক্টর রাজীব ছাবা একটি সম্মেললে তাদের আপকামিং ইলেকট্রিক গাড়ির মূল্য মূল্য ১২-১৬ লক্ষ টাকা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। তবে কোন মডেল বা স্পেসিফিকেশন কেমন হবে, সে নিয়ে কিছু বলেননি তিনি৷ রাজীবের কথায়, কাঁচামালের দাম মাথাচাড়া দিলে বা মূল্যবৃদ্ধির হার বাড়লে দাম আরও বেশি রাখা হতে পারে৷

MG বর্তমানে ভারতে একটিই বৈদ্যুতিক গাড়ি ZS EV বিক্রি করে। বাজারে এর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছে Tata Nexon EV ও Hyundai Kona EV। ছাবা আরও বলেন, ভারতে প্রতি মাসে এখন তিন থেকে চার হাজার গ্রাহক ইলেকট্রিক গাড়ি কিনছেন। এটি ইতিবাচক ব্যবসার দিক উল্লেখ করে সুযোগের সদ্ব্যবহার করতে উদ্যত এমজি। এদিকে সম্প্রতি সংস্থাটি MG4 EV বলে এক ইলেকট্রিক হ্যাচব্যাক গাড়ি উপর থেকে পর্দা সরিয়েছে। চলতি বছরের শেষ থেকে ইউরোপের একাধিক দেশে বিক্রি করা হবে সেটি। আগামী বছরে প্রায় ১.৫ লক্ষ ইউনিট বিক্রির লক্ষ্য স্থির করা হয়েছে।

অনুমান, ভারতে ব্রিটিশ সংস্থার পরবর্তী বৈদ্যুতিক মডেল হিসেবে MG4 EV আসতে পারে। যদিও এই বিষয়ে সংস্থার থেকে কোনো নিশ্চিত বার্তা আসেনি। গাড়িটি এক চার্জে ৪৫২ কিলোমিটার রেঞ্জ দেবে বলে দাবি করা হয়েছে। দুটি ভিন্ন ব্যাটারির বিকল্পে বেছে নেওয়া যাবে– ৫১ কিলোওয়াট আওয়ার ও ৬৪ কিলোওয়াট আওয়ার। পাশাপাশি সংস্থাটি এদেশে তাদের এন্ট্রি-লেভেল মডেল হিসেবে ন্যানোর মতো আকারে ছোট বৈদ্যুতিক গাড়ি আনার জন্য উঠেপড়ে লেগেছে। ইন্দোনেশিয়া সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে বিক্রিত Wuling Air EV-র উপর ভিত্তি করে তৈরি এটি। এখানে যার নামকরণ হতে পারে MG Air EV।

২০২৩ এর প্রথমার্ধে ভারতের বাজারে পা রাখবে MG Air EV। আকারে ছোট হওয়ার কারণে এর দাম ১০ থেকে শুরু হতে পারে। সংস্থার সাম্প্রতিক গাড়ির দামের ঘোষণার সাথে যার মিল রয়েছে। তাই Wuling Air EV-র লঞ্চের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিছুদিন আগেই ভারতের রাস্তায় ট্রায়াল চলাকালীন ধরা পড়েছিল এটি। গাড়িটি আর্ন্তজাতিক বাজারে স্ট্যান্ডার্ড এবং লং রেঞ্জ ভার্সনে উপলব্ধ। এগুলি এক চার্জে যথাক্রমে ২০০ ও ৩০০ কিলোমিটার পথ চলতে পারে।

Tags:    

Similar News