ইলেকট্রিক গাড়ি তৈরির প্রস্তুতি চলছে জোরকদমে, ভিডিয়ো দেখাল Ola, রেঞ্জ 500 কিমি, লঞ্চ 2024-এ

By :  SUMAN
Update: 2022-09-12 08:35 GMT

৯ সেপ্টেম্বর বিশ্বজুড়ে ধুমধাম করে ইলেকট্রিক ভেহিকেল বা ইভি (EV) দিবস পালিত হয়েছে। বরাবর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ওলা ইলেকট্রিক (Ola Electric) যে ওইদিন চুপচাপ হাত গুটিয়ে রাখবে, তা ভাবাই যায় না। সংস্থার কর্ণধার ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal) যথারীতি ওইদিন টুইটারে একটি নতুন ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে তাদের আসন্ন বৈদ্যুতিক গাড়ির ডিজাইনের কাজ দেখানো হয়েছে। ২০২৪-এ বাজারে হাজির করা হবে গাড়িটি। ভিডিয়োতে প্রথমে গাড়ির বহির্ভাগের ডিজাইন কম্পিউটারে এবং পরে ক্লে বা কাদামাটির ডিজাইনিং দেখানো হয়েছে।

তাতে কম্পিউটারে একজন প্রোডাক্ট ডিজাইনারকে ওলার লোগো ইলেকট্রিক গাড়িটির সম্মুখে স্থাপন করতে দেখা গিয়েছে। যেখানে ক্লে মডেলিংয়ের সময় এক্সটেরিয়ার সার্ফেস, রুফ এবং ফেসের ডিজাইন দেখানো হয়েছে ওই ভিডিয়োতে। নমুনা মডেলটির বনেটে তিনটি কালো রেখা পাশাপাশি অঙ্কন করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে ভাবিশ লিখেছেন, “Taking #EndICEAge to the next level”, অর্থাৎ আইসিই যুগের অবসানকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি এর সাথে যোগ করেন, “এই বিশ্ব বৈদ্যুতিক গাড়ি দিবসে আমরা আমাদের ভবিষ্যতের গাড়ির দৃশ্য শেয়ার করছি। ২০২৪ বেশি দূরে নেই।”

https://twitter.com/bhash/status/1568124163801628672?t=vQruLKQTZZRKPd8f54jxUQ&s=19

বেঙ্গালুরুর কোম্পানিটি ১৫ আগস্ট প্রথম তাদের ইলেকট্রিক গাড়ির ঝলক দেখিয়েছিল। সেসময় ওলা দাবি করেছিল ভারতের বাজারে সবচেয়ে স্টাইলিশ ইলেকট্রিক গাড়ি হতে চলেছে এটি। এমনকি সম্পূর্ণ চার্জে এর রেঞ্জ ৫০০ কিমির বেশি হবে বলেও জানায় ওলা। জানানো হয়, ১০০ কিমি প্রতি ঘন্টার গতিবেগ মাত্র চার সেকেন্ডে তুলতে সক্ষম হবে এটি। গাড়িটি সম্পূর্ণ গ্লাস রুফ এবং কিলেস অপারেশন সহ হাজির হবে।

২০২৪-এ অফিশিয়ালি লঞ্চ হবে ওলার প্রথম ইলেকট্রিক গাড়ি। তবে কোন মাসে তা নির্দিষ্টভাবে জানায়নি ওলা। এটি বেঙ্গালুরুর ফিউচারফ্যাক্টরিতে তৈরি হতে পারে। যেখানে সংস্থার S1 Pro ও S1 ইলেকট্রিক স্কুটারগুলির উৎপাদন হয়। গাড়িটির দাম ৫০ লক্ষ টাকার মধ্যে হতে পারে বলে ইঙ্গিত করেছেন ভাবিশ। অর্থাৎ প্রিমিয়াম রেঞ্জে আসবে এটি।

Tags:    

Similar News