চার-চারটি ইলেকট্রিক বাইক এনে তাক লাগাল Ola, ডিজাইন দেখে সবার চক্ষু চড়কগাছ!
ওলা ইলেকট্রিকের (Ola Electric) কাছে স্বাধীনতা দিবস মানেই বড় কোনও ধামাকা। রীতি বজায় রেখে বড় চমক হিসাবে গতকাল তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেলের কনসেপ্ট ভার্সনের উপর থেকে পর্দা সরিয়েছে সংস্থা। তবে একটি বা দুটি নয়, চার-চারটি মডেল উন্মোচিত হয়েছে। আপাদমস্তক ফিউচারিস্টিক ডিজাইনে সজ্জিত হয়ে এসেছে ক্রুজার, অ্যাডভেঞ্চার, রোডস্টার এবং ডায়মন্ডহেড নামের চার ই-বাইক। কনসেপ্ট স্টেজে থাকার ফলে স্পিড বা রেঞ্জ সম্পর্কে এখনও মুখ খোলেনি ওলা। সংস্থার কর্ণধার ভাবিশ আগরওয়ালের কথায়, বর্তমানে বাজারে উপলব্ধ ইলেকট্রিক বাইকের তুলনায় তাদের মডেলগুলির পারফরম্যান্স আরও বেশি হবে।আগামী বছরের মধ্যেই মোটরসাইকেলগুলির প্রোডাকশন ভার্সন লঞ্চ হতে চলেছে।
Ola Cruiser
সাধারণ ক্রুজার বাইকের মতো স্টাইল অথচ ফিউচিরিস্টিক ডিজাইন নিয়ে এসেছে Ola Cruiser। দৈর্ঘ্য বরাবর এতে মসৃণ রেখার বিস্তৃতি নজরে পড়েছে। সামনে রয়েছে হেক্সাগোনাল হাউজিং, যার মধ্যে ডিআরএল সমেত এলইডি হেডল্যাম্প, লম্বা ওয়ান পিস হ্যান্ডেলবার এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল আছে। বাইকের ফুয়েল ট্যাংকের অংশটি উঁচু কুঁজের ন্যায় দেখতে।
ক্রুজার বাইকটিতে দেওয়া হয়েছে টুইন ডিস্ক ব্রেক সমেত আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক। যেখানে পেছনে রয়েছে সিঙ্গেল ডিস্ক ব্রেক সহ মোনোশক সাসপেনশন । ১৮-১৭ ইঞ্চি হুইলে ছুটবে বাইকটি। এতে চেইন ড্রাইভ বর্তমান।
Ola Adventure
যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য ওলা নিয়ে এসেছে Adventure বাইক। সংশ্লিষ্ট ধরনের বাইকের সাথে সামঞ্জস্য রেখে এতে লং রাইডের উপযুক্ত নকশা ফুটিয়ে তোলা হয়েছে। যেমন সামনে রয়েছে ভার্টিক্যাল এলইডি ডিআরএল সহ এলইডি লাইট পড এবং লম্বা উইন্ডস্ক্রিন। এছাড়া উপস্থিত চওড়া ওয়ান পিস ফ্ল্যাট হ্যান্ডেলবার, এর সাথে সংযুক্ত নাকেল প্রোটেক্টর এবং টল মিরর স্টক।
ফিচার হিসেবে দেওয়া হয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মাটি থেকে সিটের উচ্চতাও অধিক। বৃহৎ লাগেজ র্যাগ উপস্থিত এতে। সুরক্ষার জন্য উভয় দিকে প্রোটেকশন সহ মাঝখানে পাওয়ারট্রেন প্রতিস্থাপিত করা হয়েছে। বাইকটি ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন সহ এসেছে। ১৯ ও পেছনে ১৭ ইঞ্চি ওয়্যার স্পোক হুইলের সাথে রয়েছে Pirelli Scorpion STR টায়ার। ব্রেকিংয়ের জন্য উভয় চাকায় সিঙ্গেল ডিস্ক দেওয়া হয়েছে।
Ola Roadster
সাধারণ পথ চলার জন্য উপযুক্ত Ola Roadster। বাইকটির সামনে ছোট উইন্ডস্ক্রিন রয়েছে। এবং হেডল্যাম্পের জন্য দেওয়া হয়েছে এলইডি স্ট্রিপ। ফুয়েল ট্যাঙ্কের দু’দিকে উপস্থিত বডি এক্সটেনশন। এখানেই টার্ন ইন্ডিকেটর প্রতিস্থাপন করা হয়েছে। সিটের ডিজাইনটি সত্যিই চমকপ্রদ। স্টিয়ারিংয়ের পর থেকেই সিটের অংশ আরম্ভ হয়েছে। পেছনে অ্যালুমিনিয়ামের সাব-ফ্রেমের দেখা মিলেছে। যন্ত্রাংশের প্রসঙ্গে বললে এতে দেওয়া হয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং প্রোআর্ম যুক্ত মোনোশক সাসপেনশন। ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, সামনে টুইন ডিস্ক সেটআপ ও পেছনে সিঙ্গেল ডিস্ক ইউনিট উপস্থিত।
Ola Diamondhead
নিঃসন্দেহে চারটি বাইকের মধ্যে সর্বাধিক আলোচিত হল ডায়মন্ডহেড। সবার শেষে এই ইলেকট্রিক বাইকের কনসেপ্ট প্রদর্শন করেছে ওলা। নামের সাথে মিল রেখে বাইকটির সামনের অংশে ডায়মন্ড আকৃতির ডিজাইন লক্ষ্য করা যায়। এতে উপস্থিত হরাইজন্টাল এলইডি স্ট্রিপ, যার নিচে অবস্থিত এলইডি হেডল্যাম্প। ফেয়ারিং দিয়ে ঢাকা এই বাইকটির পাওয়ারট্রেন মধ্যবর্তী স্থানে অবস্থিত। হার্ডওয়্যার হিসাবে এতে দেওয়া হয়েছে হাব-সেন্টার স্টিয়ারিং সিস্টেম, ডবল সাইডেড সুইং আর্ম। দু’দিকে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল বর্তমান। এছাড়া সামনে টুইন ডিস্ক সেটআপ ও পেছনে সিঙ্গেল ডিস্ক উপস্থিত।