বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকেল তৈরি করবে ভারতীয় সংস্থা, যৌথ ভাবে 107 কোটি টাকা লগ্নি
ভারতীয় সংস্থা ওমেগা সেইকি মোবিলিটি (Omega Seiki Mobility বা OSM) বাংলাদেশের বৈদ্যুতিক ট্রাক তৈরি এবং বিক্রির উদ্দেশ্যে ব্র্যান্ডউইন (Brandwin) গ্রুপের সাথে মৌ স্বাক্ষর করল। চুক্তি অনুযায়ী, ২০২৪-এর সূচনা থেকেই সংস্থার M1KA ইলেকট্রিক ট্রাকের এক ও তিন টন মডেল সহ অন্যান্য ই-ট্রাকগুলি বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ও ডিস্ট্রিবিউট করবে ব্র্যান্ডউইন গোষ্ঠী। বর্তমানে কারখানা নির্মীয়মান অবস্থার থাকার ফলে প্রাথমিক পর্যায়ে ভারত থেকে কিটস আমদানি করে প্রতিবেশী দেশে M1KA অ্যাসেম্বল করবে বলে জানানো হয়েছে।
এক কোটি মার্কিন ডলার লগ্নি
বাংলাদেশে ইলেকট্রিক ট্রাকের ব্যবসা শুরু করার জন্য উভয় সংস্থা সম্মিলিতভাবে ১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে, বাংলাদেশী টাকার অঙ্কে যা প্রায় ১০৭ কোটি। ওএসএম শুরুর দিকে সে দেশে বছরে ৫০০টি ইলেকট্রিক ট্রাক বিক্রির লক্ষ্যমাত্রা স্থির করেছে। ঢাকার নিকটে ওমেগা সেইকি মোবিলিটির ইলেকট্রিক ভেহিকেলের কারখানাটি এ বছর এপ্রিল থেকেই চালু করা হবে। যেখানে স্থানীয় বাজার এবং অন্যান্য দেশে রপ্তানির জন্য তিন চাকার উৎপাদন করা হবে।
ভারতে Omega Seiki Mobility-র চারটি কারখানা আছে
প্রসঙ্গত, বর্তমানে ভারতে ওমেগা সেইকি মোবিলিটির চারটি বৈদ্যুতিক গাড়ির কারখানা রয়েছে। যেগুলি ফরিদাবাদ এবং পুণে’তে অবস্থিত। সংস্থা সূত্রে বলা হয়েছে, বাংলাদেশ চরমভাবাপন্ন তাপমাত্রার ভৌগলিক অবস্থানে রয়েছে। যেখানে জলবায়ু পরিবর্তনের প্রকোপও বেশি। তাই পরিবেশ রক্ষায় বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধিতে ওএসএম বিশেষ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছে।
ব্র্যান্ডউইনের সাথে ওমেগা সেইকি মোবিলিটির গাঁটছড়া বন্ধনের মাধ্যমে বাংলাদেশে পরিবেশবান্ধব যানবাহনের প্রতি বেড়ে চলা চাহিদা পুরণ করার লক্ষ্য স্থির করেছে। সংস্থাটি তাদের এম১কেএ ইলেকট্রিক ফোর হুইলার ট্রাকের সমস্ত ভ্যারিয়েন্ট আনবে। এই প্রসঙ্গে ওএসএম-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান উদয় নারাঙ্গ বলেন, “আন্তর্জাতিক বাজারে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকেলের ব্যবসা সম্প্রসারণ।”
নারাঙ্গ যোগ করেন, “আমাদের হাইটেক ইলেকট্রিক ট্রাক সে দেশের গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারবে। এবং সে দেশের অত্যন্ত গতিশীল বাজারে আমরা আমাদের শক্তি প্রদর্শন করতে সক্ষম হব। ২০২৪-এর শুরু থেকেই ভারতের ফরিদাবাদের কারখানা থেকে বাংলাদেশে ট্রাক অ্যাসেম্বল করার ভেহিকেল কিট রপ্তানি হবে।”