Honda: পুজোর আগেই আসছে হোন্ডার নতুন গাড়ি, কী কী ফিচার, ইঞ্জিন কেমন, দেখে নিন
গত বছর হোন্ডা ভারতে তাদের প্রথম কম্প্যাক্ট এসইউভি, Elevate লঞ্চ করেছিল। সেই সময় জাপানি সংস্থাটি জানিয়েছিল ২০৩০-এর মধ্যে তারা চারটি SUV গাড়ি লঞ্চ করবে। যার মধ্যে আপডেট ভার্সন এবং নতুন মডেল সবই রয়েছে। তবে মনে করা হচ্ছে, এই বছর হোন্ডা ভারতে নতুন এসইউভি লঞ্চ করা থেকে বিরত থাকবে। এমনকি ২০২৪ সালে এদেশে শুধু একটা মডেল আনতে পারে সংস্থা। আর সেটা হল নতুন প্রজন্মের Honda Amaze। যা পুজোর আগেই লঞ্চ হতে পারে।
নতুন Honda Amaze সেডানে নয়া ডিজাইন ও ফিচার্সের দেখা মিলতে পারে। Honda City-র থেকে কিছু ডিজাইন এলিমেন্ট নেওয়া হতে পারে। যেমন ফ্রন্ট গ্রিল হেড ল্যাম্প এবং টেল ল্যাম্প। আবার কেবিনের ডিজাইন City-র সাথে অভিন্ন হবে। এতে দেওয়া হতে পারে একটি নতুন ফ্লোটিং ইনফোটেনমেন্ট সিস্টেম এবং আপডেট ড্যাশবোর্ড লে-আউট।
অন্যান্য উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে নতুন Honda Amaze-এ থাকতে পারে প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, অটোমেটিক এসি, পাওয়ার্ড মিরর, লেদারেট আপহোলস্টেরি, অ্যাম্বিয়েন্ট লাইটিং ইত্যাদি। গাড়িটি সেগমেন্টের প্রথম ইলেকট্রিক সানরুফ সহ আসতে পারে। এছাড়া থাকতে পারে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস (ADAS) ফিচার্স।
পারফরম্যান্সের প্রসঙ্গে বললে নয়া Honda Amaze-এর পাওয়ারট্রেনে কোন পরিবর্তন থাকছে না। আগের মতই এটি ১.২ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিনের সঙ্গে আসবে। এটি থেকে ৮৯ বিএইচপি শক্তি এবং ১১০ এনএম টর্ক পাওয়া যায়। নতুনত্বের মধ্যে ফ্যাক্টরি ফিটেড সিএনজি সমেত হাজির করা হতে পারে গাড়িটি। আগের তুলনায় দাম ১-১.২ লাখ টাকা বাড়ানো হতে পারে। বর্তমানে Amaze-এর দাম ১০ লাখ থেকে ১৪ লাখ টাকা (এক্স-শোরুম)।