Car Sales February: ঘুরে দাঁড়াচ্ছে দেশের অটোমোবাইল শিল্প, গাড়ি বিক্রি সর্বোচ্চ শিখরে

By :  SUMAN
Update: 2023-03-13 08:43 GMT

২০২৩-এর ফেব্রুয়ারি অর্থাৎ গত মাস ভারতীয় গাড়ি শিল্পের মুখে চওড়া হাসি ফোটালো। যাত্রীবাহী গাড়ির বিক্রি পৌঁছালো চরম শিখরে। গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম (SIAM)-এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত মাসে ভারতে মোট ২.৯২ লক্ষ গাড়ি বিক্রি হয়েছে। যা এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসে সর্বাধিক বিক্রির রেকর্ড।

ফেব্রুয়ারিতে যাত্রীবাহী গাড়ি রেকর্ড পরিমাণ বিক্রি হল

গত মাসে এ দেশের গাড়ি সংস্থাগুলির কারখানা থেকে ডিলারদের কাছে মোট ২,৯১,৯২৮ ইউনিট পাঠানো হয়েছে। তুলনাস্বরূপ, আগের বছর ওই সময়ে সংখ্যাটি ছিল ২,৬২,৯৮৪। ফলে গত মাসে ভেহিকেল ডিসপ্যাচ ১১% বৃদ্ধি পেয়েছে।

পিছিয়ে নেই দু’চাকার গাড়িও

আবার গত মাসে এদেশের টু-হুইলারের বিক্রিতেও জোয়ার দেখা গেছে। ১০,৫০,০৭৯ ইউনিট থেকে পাইকারি বিক্রি ৮% বৃদ্ধি পেয়ে ১১,২৯,৬৬১ ইউনিট হয়েছে। যার মধ্যে মোটরসাইকেলের পরিমাণ ছিল ৭,০৩,২৬১ ইউনিট। এবং স্কুটার ৩,৯১,০৫৪ ইউনিট। এক বছর আগে এদের বেচাকেনার সংখ্যা ছিল যথাক্রমে ৬,৫৮,০০৯ ও ৩,৫৬,২২২ ইউনিট।

অন্যদিকে, ২০২২-এর ফেব্রুয়ারিতে তিন চাকার গাড়ির বিক্রি ২৭,০৭৪ থেকে ৮৬% বৃদ্ধি পেয়ে ২০২৩ এর একই সময়ে ৫০,৩৮২ ইউনিট হয়েছে। এই প্রসঙ্গে, সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বা সিয়ামের ডিরেক্টর জেনারেল রাজেশ মেনন বলেন, ফেব্রুয়ারিতে এখনো পর্যন্ত সর্বাধিক যাত্রীবাহী গাড়ির বিক্রি হয়েছে।

Tags:    

Similar News